নিউজপলিটিক্সরাজ্য

জেলে বসেই মোদি মমতাকে বিস্ফোরক চিঠি সুদীপ্তর, জানালেন সুবিধাভোগী ৬ প্রভাবশালীর নাম

Advertisement
Advertisement

জেল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে এবার বিস্ফোরক চিঠি পাঠালেন সুদীপ্ত সেন। চিঠিতে তিনি চার রাজনৈতিক দলের ৬ প্রভাবশালী নেতার নাম উল্লেখ করেছেন যাদের তিনি প্রচুর পরিমানের টাকা দিতেন। এছাড়াও দিন কয়েক আগে সিবিআইয়ের হাতে সারদা চিটফান্ড তদন্ত করতে গিয়ে একাধিক অডিও ক্লিপ আসে। একে একে আবার সারদা চিটফান্ড কাণ্ড নিয়ে বঙ্গ রাজনীতিতে ফের চাপানউতোর শুরু হচ্ছে।

Advertisement
Advertisement

সারদা মামলায় গত সাত বছর ধরে জেল খাটছেন সুদীপ্ত সেন। তাকে দফায় দফায় প্রতিদিন সারদা মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এই প্রথম তিনি কারআধিকারের সাহায্যে জেলে বসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে তার চিঠি দিল। এতদিনে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনদিন এরকম চিঠি দিয়ে কোন কথা জানাননি। তিনি ওই চিঠিতে উল্লেখ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৬ জন প্রভাবশালী মানুষ সারদা-কর্তার থেকে বিভিন্ন সময় টাকা নিত। তিনি তার চিঠিতে স্পষ্ট ভাবে তাদের নাম উল্লেখ করে দিয়েছেন। এর আগে কখনো সারদা কর্তাকে সুবিধাভোগীদের নাম মুখে আনতে দেখা যায়নি। সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে সুদীপ্ত সেনের চিঠি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

Advertisement

কিছুদিন আগেই সারদা মামলা একটি অডিও ক্লিপের কথা জানতে পারে সিবিআই। সেই অডিও ক্লিপের কথা ইতিমধ্যেই হাইকোর্টকে জানানো হয়েছে। অডিও ক্লিপে একাধিক ব্যক্তির কণ্ঠস্বর শোনা গেছে। এর থেকে নতুন করে আবার গতি পেয়েছে সারদা মামলা। এরপর সিবিআই হাইকোর্টে আবার দেবযানীর সুদীপ্তকে মুখোমুখি বসে জেরা করার অনুমতি চেয়েছে। নিম্ন আদালত সিবিআই এর আবেদন মঞ্জুর করে দিয়েছ। একাধারে অডিও ক্লিপ ও অন্যদিকে আজকের সুদীপ্ত সেনের বিস্ফোরক চিঠি নতুন করে গতি এনেছে সারদা মামলা তদন্ত কাণ্ডে। নির্বাচনের আগে সারদা মামলা নিয়ে বঙ্গ রাজনীতি ফের উত্তাল হবে তা বোঝাই যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button