টলিউডবিনোদন

দুই ছেলেকে সঙ্গে নিয়ে বিয়েবাড়ি গেলেন ‘রান্নাঘর’-এর সুদীপা, ভাইরাল ছবি

Advertisement
Advertisement

সম্প্রতি এক বিয়েবাড়িতে দেখা গেল সঞ্চালিকা-অভিনেত্রী সুদীপা চ্যাটার্জি, তাঁর স্বামী পরিচালক অগ্নিদেব চ্যাটার্জি ও দুই ছেলে আকাশ ও আদিদেবকে। আকাশের গর্ভধারিণী মা সুদীপা নন। আকাশ অগ্নিদেব-এর প্রথম স্ত্রীর ছেলে। কিন্তু আকাশের সঙ্গে সুদীপার বন্ডিং খুব ভালো। এমনকি সুদীপাকে আকাশ ‘মা’ বলেই ডাকেন। আকাশের গার্লফ্রেন্ড-এর সঙ্গেও আলাপ করেছেন সুদীপা। চলতি বছরের জানুয়ারি মাসে সুদীপা সোশ্যাল মিডিয়ায় বড় ছেলে আকাশের বিয়ে পাকা হয়ে যাওয়ার কথা শেয়ার করেছিলেন। লকডাউনের ফলে আকাশের বিয়ের দিন পিছিয়ে গেছে। এদিন বিয়েবাড়িতে সুদীপা আকাশ ও আদিদেব-এর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সুদীপার অনুরাগীদের খুব পছন্দ হয়েছে সুদীপার এই পারিবারিক মুহূর্ত।

Advertisement
Advertisement

জি বাংলার কুকরি শো ‘রান্নাঘর’-এর সঞ্চালিকা সুদীপা নিজেও যথেষ্ট ভালো রান্না করেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তাঁর রান্না শেখার মূলে রয়েছেন প্রয়াত অভিনেত্রী সুপ্রিয়া দেবী এবং তাঁর রাঁধুনি বংশীদা। মহানায়ক উত্তম কুমারের জন্য সুপ্রিয়া যখন রান্না করতেন তখন তাঁকে সাহায্য করতেন বংশীদা। সুদীপা ‘রান্নাঘর’ সঞ্চালনা করার পাশাপাশি একটি রেস্টুরেন্টও খুলেছেন যার নাম ‘সুদীপার রান্নাঘর’। সুদীপা পোষ্য ভালোবাসেন। এই কারণে তাঁর রেস্টুরেন্টে পোষ্য নিয়ে অনায়াসেই যাওয়া যায়। এমনকি রেস্টুরেন্টে আসা পোষ্যদের জন্য রয়েছে মশলা ছাড়া বিভিন্ন লোভনীয় পদ।

Advertisement

Advertisement
Advertisement

অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’তে কাজ করার সময় অগ্নিদেব ও সুদীপার সম্পর্কের সূত্রপাত। অগ্নিদেব-এর বাড়ির পোষ্যরা ছিল সুদীপার খুব প্রিয়। অগ্নিদেব ও সুদীপা দীর্ঘদিন লিভ-ইন রিলেশনশিপে থাকার পর তাঁদের বিয়ে হয় 2015 সালে। ঘরোয়া অনুষ্ঠান ও রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে সাত পাকে বাঁধা পড়েছিলেন অগ্নিদেব ও সুদীপা।

বিয়ের দিন সুদীপার পরনে ছিল সাদা বেনারসি ও সাবেকি গয়না। অগ্নিদেব পরেছিলেন সাদা ধুতি-পাঞ্জাবি। সুদীপা ও অগ্নিদেবের বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কনীনিকা ব্যানার্জি, চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত, তথাগত মুখার্জি, ব্রাত্য বসু, ঋতুপর্ণা সেনগুপ্ত, কুশল চক্রবর্তী, জুন মালিয়া, সৌরভ মুনি প্রমুখ। 2018 সালের 12 নভেম্বর অগ্নিদেব ও সুদীপার পুত্রসন্তান আদিদেবের জন্ম হয়।

Advertisement

Related Articles

Back to top button