টলিউডবিনোদনভাইরাল & ভিডিও

Sudipa Chatterjee: ধনতেরাসে ছেলেকে মডেল বানিয়ে সোনার পৈতে বিক্রি করল সুদীপা! ফের ট্রোলড সঞ্চালিকা

Advertisement
Advertisement

ছোটপর্দার জনপ্রিয়তম সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন হাতা খুন্তি নিয়ে বিকেলে প্রিয় দর্শকদের সামনে হাজির হয়ে যায় জি বাংলার ‘রান্নাঘর এ। শুধু সঞ্চালিকা নয় সুদীপা একাধারে চিত্রনাট্যকার, পরিচালক। ‘ববির বন্ধুরা’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। পাশাপাশি স্বামী পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং দুই পুত্রদের নিয়ে ভরা সংসার সুদীপার। এত ব্যস্ততার মধ্যেও নিজেকে প্রায় সময় নতুন নতুন কাজে যোগ দিতে ভালোবাসেন।

Advertisement
Advertisement

গত আগস্টেই নিজের শাড়ি বিপণী’র উদ্বোধন করলেন অভিনেত্রী। দোকানের নাম দিয়েছেন সুদীপা চ্যাটার্জি স্টোর। শুধু তিনি শাড়ি ক্রয় করবেননা পাশাপাশি শাড়ির সঙ্গে সঙ্গে বাংলার শিল্পকর্মকে আরও বেশি করে অন্যান মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই দোকান তিনি খুলেছেন। এখানে শুধু শাড়ি ক্রয় হবেনা পাশাপাশি শাড়ির সাথে ম্যাচিং বিভিন্ন জিনিস যেমন ডোকরা থেকে গয়না বড়ি সবই পাওয়া যায়।

Advertisement

আজ মঙ্গলবার দেশ জুড়ে ঘরে ঘরে ধনতেরাস উদযাপন হচ্ছে। এদিন সোনা-রুপো-সহ যে কোনও রকম ধাতু কেনেন হিন্দুরা। মনে করা হয়, এদিন বাড়িতে ধাতুর আগমন মানে সারা বছর লক্ষ্মী বিরাজমান হবে সকলের বাড়িতে। আর ধনতেরাসের শুভ দিনে নিজের সোনার গয়নার কালেকশন নিয়ে সকল অনুরাগীদের সামলে এলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এদিন নিজের সকল অনুগামীদের জানালেন, এবার থেকে তাঁর বুটিকে মিলবে সোনার গয়না। আর এই গয়নার ডিজাইন নিজের হাতে করেছেন তিনি।

Advertisement
Advertisement

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত জুয়েলারি কালেকশনের এক ঝলক শেয়ার করলেন। তার মধ্যে সবচেয়ে বেশি সকলের জর কেড়েছে সোনার পৈতে। আর এই সোনার পৈত্যের জন্য নিজের ছেলে আদিদেবকে মডেল করে ছবি আর ভিডিও দিয়েছেন সামাজিক মাধ্যমে। পাশাপাশি কিছু ছবিতে নিজের হাতে ডিজাইন করা রুবি আর মুক্তো বসানো কানের দুলের ছবিও শেয়ার করেছেন। ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সুদীপার ডিজাইন করা এই গয়নাগুলির। সকলেই প্রশংসা করেছেন তাঁর আর মডেলের।

তবে এর সঙ্গে আবার ধেয়ে এসেছে নানান কটাক্ষ। কারণ আদিদেবকে সোনার পৈতে পরিয়ে ছবি দেওয়াতে এক অনুরাগী লিখেছেন, ‘যেখানে লোকের খাওয়া জুটছে না করোনার মধ্যে, সেখানে সোনার পৈতে। আর যাদের টাকা আছেও, তাঁরা আপনার মতো দেখনদারিতে নষ্ট করে না। মানুষকে সাহায্য করে।’ আবার সোনার পৈতের সাথে গরীব ব্রাহ্মণের ২টাকা পৈতের তুলনা করেছেন। সে যাই হোক সুদীপার গয়নার প্রতিটি ছবি বেশ ভাইরাল।

Advertisement

Related Articles

Back to top button