দেশনিউজ

শ্রমিকদের আটকাতে সীমানা বন্ধ করুন, রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

Advertisement
Advertisement

গত মঙ্গলবার মধ্যরাত থেকে লক ডাউন হয়ে গিয়েছে গোটা দেশ। বন্ধ সমস্ত রকম যান চলাচল পরিষেবা। জনশূন্য রাস্তাঘাট। জমায়েতের ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। যার ফলে সবরকম কাজ আপাতত বন্ধ রয়েছে। গত মঙ্গলবার ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা মোকাবিলায় গোটা দেশ ২১ দিনের জন্য লক ডাউন ঘোষণা করেন। যার ফলে তারপর থেকেই পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফেরার পালা শুরু করেন।

Advertisement
Advertisement

কাজকর্ম স্থগিত হওয়ার ফলে সেইসব শ্রমিকদের আর রাখতে চাইছে না মালিক। ভাড়াটেদের বাড়ি থেকে বের করার জন্য তোরজোর লাগিয়েছেন বাড়ির মালিক। এভাবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে মানুষ যাতায়াতের ফলে লক ডাউন বিধি সফল হবে না, মত কেন্দ্রের। এবার কেন্দ্র অঙ্গরাজ্যগুলিকে এবং কেন্দ্র শাসিত রাজ্যগুলিকে নির্দেশ দিল, যেসব শ্রমিক যেখানে আটকে রয়েছে তাঁকে সেখানেই থাকার ব্যবস্থা করে দিতে হবে। প্রয়োজনে খাওয়ার, জল ও অর্থ দিয়ে সাহায্য করতে হবে।

Advertisement

গত শনিবার সারা দেশে লক ডাউন বিধি জারি থাকার পরেও দিল্লির আনন্দবিহার বাস টার্মিনালের ছবি দেখে শিহরিত দেশবাসী। বাড়ি ফেরার জন্য স্বাস্থ্যবিধি শিকেয় তুলে বাসের অপেক্ষায় শয়ে-শয়ে শ্রমিক ও তাঁর পরিবার। কারন কাজকর্ম বন্ধ থাকার কারনে মালিক আর শ্রমিকদের দায়িত্ব নিচ্ছে না বলে অভিযোগ। তাই কেন্দ্রের নির্দেশ যেসব মালিক তার শ্রমিকের দায়িত্ব নিচ্ছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া আরও বলা হয়েছে, যেকোনো রাজ্যে ঢোকা সমস্ত যাত্রীবাহী বাস আটকে দেওয়া হবে সীমান্তেই। বাসের যাত্রীদের রাখতে হবে ১৪ দিনের কোয়ারান্টাইনে। সেখানে দিতে হবে তাদের প্রয়োজনীয় সামগ্রী।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button