নিউজরাজ্য

পরিযায়ী শ্রমিকদের ফেরানোর সব খরচ রাজ্যের, টুইটে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement
Advertisement

এবার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ”পরিযায়ী শ্রমিকদের এই লড়াইকে আমি স্যালুট জানাই। আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি যে অন্য রাজ্য থেকে যে সব পরিযায়ী শ্রমিকরা স্পেশাল ট্রেনে করে রাজ্যে ফিরছেন, তাদের ফেরার সমস্ত খরচ বইবে রাজ্য সরকার।”

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী টুইটের সাথে একটি চিঠি ও পোস্ট করেছেন। সেই চিঠি মুখ্যসচিবের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান শ্রী বিনোদ কুমার যাদবকে পাঠানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে যে সারা দেশ থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকেরা স্পেশাল ট্রেনে রাজ্যে ফিরছেন, তাদের সব খরচ বহন করবে রাজ্য সরকার। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে।

Advertisement

চিঠিতে এটাও বলা হয়েছে, রেলের সব বিভাগগুলিকে যেন জানিয়ে দেওয়া হয়। আর রাজ্যের পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে যেন কোনো অর্থ দাবি না করা হয়। এরসাথে সব ট্রেনগুলি যাতে সময়মতো চলে আসে তার জন্য অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পরিযায়ী শ্রমিকদের গতিবিধি সামলানোর সব দায়িত্ব রাজ্য সরকারের। তাদের খাবার ও থাকার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারগুলোকে।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button