কলকাতানিউজরাজ্য

বিধানসভায় এবার নজিরবিহীন সর্তকতা, প্রবেশের ক্ষেত্রে থাকবে একাধিক নিয়ম

Advertisement
Advertisement

কলকাতা: গত কয়েক মাস ধরে করোনা ভাইরাস আমজনতা থেকে সেলিব্রিটি সকলেরই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার ফলে রীতিমত পাল্টে গিয়েছে সমাজ ব্যবস্থা। বাজার, দোকান, স্কুল-কলেজ, শপিং মল অন্য যে কোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে রয়েছে করা বিধি-নিষেধ।

Advertisement
Advertisement

বর্তমানে করোনা মোকাবিলা করতে বিশ্বের বিভিন্ন চিকিৎসকরা আংশিকভাবে সফল হলেও, সুস্থতার হার বাড়লেও করোনা একেবারে নিষ্পত্তি হয়নি। কবে মানুষের জীবন থেকে এই ভাইরাস বিদায় নেবে, তার উত্তর বোধ হয় স্বয়ং ঈশ্বরও জানেন না। তাই কড়া সতর্কতার সঙ্গে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে জীবনকে ফেরানোর চেষ্টা করছে বিশ্ববাসী। আর এবার করোনা মোকাবিলায় নজিরবিহীন সর্তকতা অবলম্বন করতে চলেছে বিধানসভা।

Advertisement

রাজ্যের করোনা পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে। দিনের পর দিন বাড়ছে সংক্রমণের সংখ্যা। মৃত্যুর হার নেহাত কম নয়। এমন অবস্থায় নজিরবিহীন সর্তকতা জারি করে নড়েচড়ে বসেছে বিধানসভা। জানা গিয়েছে, এবার থেকে সপ্তাহে মাত্র দু’দিন বসবে বিধানসভা। যাঁরা বিধানসভার কক্ষে উপস্থিত করবেন, তাঁদের প্রত্যেককে rapid antigen test করে প্রবেশ করতে হবে। মন্ত্রী থেকে বিধায়ক বা যে কোনও অন্যান্য আধিকারিক সকলের ক্ষেত্রেই এই টেস্ট করা বাধ্যতামূলক। শুধু তাই নয়, এর হাত থেকে রেহাই পাবেন না সাংবাদিকরাও। যে কোনও সংবাদমাধ্যমের সাংবাদিকদের বিধানসভায় প্রবেশ করার জন্য এই টেস্ট করেই প্রবেশ করতে হবে।

Advertisement
Advertisement

বিধায়কের সঙ্গে একজন আসতে পারেন। কিন্তু এছাড়া অতিরিক্ত অতিথি বিধানসভায় প্রবেশাধিকার পাবে না। এমনকি বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীদের গাড়ি পর্যন্ত বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হবে না। জানা গিয়েছে আগামী ৮ এবং ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টেস্ট চলবে। সেশন শুরু হওয়ার দশ মিনিট আগে সকলকে ঢুকতে হবে।

এ প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। তাই করোনাকে মোকাবিলা করার জন্যই এই নজিরবিহীন সিদ্ধান্ত। দিনের পর দিন কাজ তো বন্ধ করে রাখা সম্ভব নয়। তাই কাজ করতে হবে। কিন্তু সমস্ত বিধি-নিষেধ মেনে আমাদের চলতে হবে। যতদিন না এই করোনাকে নির্গত করা সম্ভব হবে, ততদিন এই নিয়ম-কানুনকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে নেওয়াই ভাল। এছাড়া আর কোনও উপায় নেই। তাই এই নজিরবিহীন সর্তকতা আমরা নিতে চলেছি। আশা করব, এতে সুফল পাওয়া যাবে।’

জানা গিয়েছে, এবার থেকে বিধানসভায় থাকবে বিশেষ মেডিকেল টিম। যদি কেউ করোনা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে তাঁর সঙ্গে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। পাঁচটি কাউন্টার করা হবে। এমনকি সকলের বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে করোনা মোকাবিলা করার জন্য আঁটোসাটো প্রস্তুতি নিচ্ছে বিধানসভা, তা বলাই যায়।

Advertisement

Related Articles

Back to top button