ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Business Idea: মাত্র ৫০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন লাখ টাকা

এই ব্যবসা এখন গ্রামের দিকে অনেকেই করছেন

Advertisement
Advertisement

সমষ্টিপুরের সঞ্জয় রাম দেশি মুরগির খামার করে সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করেছেন। এক সময় গ্রামের প্রতিটি বাড়িতে স্থানীয় মুরগি পালন করা হত। কিন্তু ধীরে ধীরে স্থানীয় মুরগির সংখ্যা কমতে শুরু করে এবং এটি বিলুপ্তির পথে এগিয়ে যেতে থাকে। কিন্তু এখন আবার মানুষ খামার তৈরি করে স্থানীয় মুরগি পালন শুরু করেছে। শুধু তাই না, অনেকে এটাকে কাজে লাগিয়ে একটা বিরাট ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছেন।

Advertisement
Advertisement

সমষ্টিপুরের সঞ্জয় রাম এরাই একজন। ৫০০টি দেশি মুরগি দিয়ে শুরু করা সঞ্জয় আজ একজন সফল মুরগির খামারি হয়ে উঠেছেন। তিনি দেশি মুরগি, দেশি ডিম ও মুরগির বাচ্চাও বিক্রি করেন। এতে প্রতি মাসে ১ লাখ টাকা আয় হয়। সঞ্জয় বলেন, বয়লার মোরগ দ্রুত বড় হয়। দেশি মুরগি একটু বেশি সময় নেয়, কারণ এটি বড় হতে ৬০ থেকে ৮০ দিন লাগে। কিন্তু বাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজি। তাই স্থানীয় মুরগির বাজারে বিক্রি হচ্ছে ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা কেজি।

Advertisement

অনেকে যারা এই ধরনের মুরগি খেয়েছেন, তারা জানেন উভয় মুরগির মাংসের স্বাদে অনেক পার্থক্য রয়েছে। তবে দেশি মুরগি পালনকারী বেশিরভাগ মানুষই এটি ব্যবহার করেন। বয়লার মুরগির মাংসের চেয়ে দেশি মুরগির মাংস বেশি সুস্বাদু হওয়ায় বাজারে মানুষ দেশি মুরগির মাংস পছন্দ করে। সঞ্জয় রাম আরও বলেন, আমরা ৩ বছর ধরে হাঁস-মুরগির চাষ করছি। ৫০০টি মুরগি দিয়ে শুরু করেছি। আমাদের সবসময় প্রায় ৫০০০ মুরগি থাকে। তাই কোনো সমস্যা এখন আর হয়না এখানে এই মুহূর্তে ২০০টি মুরগি ডিম দেয়। আমরা প্রতিদিন ১০০ পিস মুরগির ডিম বিক্রি করি। মাসে প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকার মুরগি বিক্রি করি আমরা। যেখানে আমরা প্রতিদিন ১০০টি দেশি মুরগির ডিম বিক্রি করি, যা প্রতি পিস ১০ টাকায় বিক্রি হয়। মুরগি, ডিম ও মুরগি থেকে আমরা প্রতি মাসে প্রায় ১ লাখ টাকা আয় করি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button