আন্তর্জাতিকনিউজ

সোলেমানির শেষ যাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ৩২ জনের, আহত শতাধিক

Advertisement
Advertisement

গত সপ্তাহে মার্কিন বিমান হামলায় নিহত জেনারেল কাসেম সোলেমানির শেষকৃত্য ছিল আজ। শেষকৃত্যে সামিল হয়েছিলেন অসংখ্য মানুষ, সেখানেই ভিড়ের চোটে পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩২ জন নিহত ও ১৯০ জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে জানা গেছে একথা। জানা যাচ্ছে, জেনারেল সোলেমানির আদি শহর কর্মানে তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

Advertisement
Advertisement

ইরানের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস প্রধান পিরহোসিন কুলিভান্ড বলেছেন, ‘দুর্ভাগ্যক্রমে সোলেমানির শেষকৃত্যের মিছিলে ৩২ জন নাগরিক প্রাণ হারিয়েছে এবং ১৯০ জন আহত হয়েছে।’ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওগুলিতে কিছু মানুষকে রাস্তায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সাহায্যের জন্য মিনতি করতেও দেখা গেছে।

Advertisement

আরও পড়ুন : ‘ইরানকে ভয় দেখাবেন না’, ট্রাম্পকে হুমকি হাসান রুহানির

Advertisement
Advertisement

শুক্রবার ভোরে বাগদাদ বিমানবন্দরের কাছে আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু হয় ইরানের জেনারেল কাসেম সোলেমানির। ইরানি কুদস সেনাপ্রধান কাসেম সোলেমানির গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় আমেরিকার তরফে। চারটি ড্রোন ছোঁড়া হয়। কিছুক্ষণ পরেই ড্রোন হামলায় সোলেমানির মৃত্যু সংবাদ সামনে আসে। সোলেমানি ছাড়াও এই হামলায় আরও পাঁচ জনের মৃত্যু হয়। তারই আজ শেষকৃত্য ছিল। সেখানেই তাঁকে শেষবারের মতো দেখতে জনগণের ভিড় উপচে পড়ে আর প্রবল ভিড়ের মধ্যেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের।

Advertisement

Related Articles

Back to top button