ক্রিকেটখেলা

পাকিস্তানে যেতে অনিচ্ছুক শ্রীলঙ্কা!

Advertisement
Advertisement

সুরজিৎ দাস: নিরাপত্তার কারণে পাকিস্তানে আয়োজিত হতে চলা দ্বিপাক্ষিক সিরিজের জন্য পাকিস্তানে যেতে অনিচ্ছা প্রকাশ করেন শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটার। এরপরেই সিংহলের ক্রিকেট বোর্ড থেকে পিসিবি কে পত্র মারফৎ জানানো হয়েছে সিরিজ টি নিরপেক্ষ ভ্যেনু তে না সরালে শ্রীলঙ্কার পক্ষে খেলা সম্ভব হবে না। অতীতের রক্তাক্ত স্মৃতি থেকে শিক্ষা নিয়ে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়িয়েছেন তারা।

Advertisement
Advertisement

পাকিস্তানে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সোমবার দল ঘোষণা করার পর নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেন দলের ওই দশ সদস্য। তারা হলেন- লাসিথ মালিঙ্গা, নিরোশন ডিকভেলা, কুশল জানিথ পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকমল, দীনেশ চান্দিমাল ও দিমুথ করুণারত্নে। শ্রীলঙ্কার একঝাঁক ক্রিকেটারের এই সিরিজ থেকে সরে দাঁড়ানো বেশ তাৎপর্যপূর্ণ। ২০০৯ সালে লাহোরে গুলি চলেছিল শ্রীলঙ্কা ক্রিকেটারদের টিম বাসে। তারপর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে গিয়েছিল নিরাপত্তার জন্য। মাঝে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি খেলতে গেলেও অন্য টিমেরা যায়নি।

Advertisement

পাকিস্তান মাঝের এই ১০ বছর বেশির ভাগ হোম সিরিজ খেলেছে দুবাই-আবু ধাবিতে। এ বছর পাকিস্তানের টি-টোয়েন্টি লিগের একাংশও নিজেদের দেশে আয়োজন করে তারা। ধীরে ধীরে পাকিস্তান দাবি করে আসছিল যে তাদের দেশ এখন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের মতো নিরাপদ। দেশটিতে সফরে যাওয়ার জন্য সম্মতিও দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু এই মুহূর্তে ১০ প্রথমসারির শ্রীলঙ্কান ক্রিকেটাররা সরে দাঁড়ানোয় ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ছয় ম্যাচের সিরিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button