খেলাক্রিকেট

IPL 2023: ৪ ওভারে ১৬ ডট বল! আইপিএলে দিল্লির বিপক্ষে নজিরবিহীন রেকর্ড গড়লেন ‘অবহেলিত’ ভুবি

আমরা আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে চরম ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার।

Advertisement
Advertisement

দীর্ঘ কয়েক বছর ধরে নিজের ছন্দ খুঁজে পাচ্ছিলেন না ভারতের সুইং কিং ভুবনেশ্বর কুমার। ফলে জাতীয় দল থেকেও নাম কাটা গেছে তার। তবে আইপিএলে তার বিস্ময়কর প্রত্যাবর্তন, ভারতীয় দল নির্বাচকদের ভুল প্রমাণ করল। গতকাল দিল্লির বিপক্ষে ম্যাচে বিস্ময়কর পারফরমেন্স করে তিনি দেখিয়ে দিলেন, ‘এখনও ফুরিয়ে যাননি তিনি।’ শুধু তাই নয়, এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেয়ে নিখুঁত বোলার হিসেবে নিজের নামটি স্বর্ণাক্ষরে লিখে ফেললেন ভুবেনশ্বর কুমার।

Advertisement
Advertisement

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিপক্ষে ৭ রানে হেরেও একটি বিস্ময়কর রেকর্ড গড়েন ভুবনেশ্বর কুমার। তিনি দিল্লির বিপক্ষে ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচ করে ফিল সল্ট এবং অক্ষর প্যাটেলের উইকেট তুলে নেন। এই সময় তার বোলিং ফিগার ছিল ৪-০-১১-২। শক্তিশালী দিল্লীর বিপক্ষে ৪ ওভারে ১৬টি ডট বল করেন ভুবনেশ্বর কুমার! যা এখনও পর্যন্ত চলতি আইপিএলে একজন বোলার কর্তৃক সর্বোচ্চ ডট বল করার রেকর্ড।

Advertisement

তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে চরম ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার। তবে আইপিএলে তার অনবদ্য পারফরমেন্স, ভারতীয় দল নির্বাচকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ‘ফুরিয়ে যাননি তিনি’।

Advertisement
Advertisement

এদিন দিনের একমাত্র খেলায় টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি ক্যাপিটালস। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৪ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। তবে ১৪৫ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যাটিং শিবিরে ভাঙ্গন ধরে সানরাইজ হায়দ্রাবাদের। সর্বসাকুল্যে ২০ ওভার ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৩৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় সানরাইজ হায়দ্রাবাদ। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির বিপক্ষে ৭ রানে পরাজিত হয় হায়দ্রাবাদ।

Advertisement

Related Articles

Back to top button