টলিউডপলিটিক্সবিনোদনরাজ্য

কত টাকা দিয়ে তারকা প্রার্থী কিনেছে বিজেপি? ফাঁস করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র

Advertisement
Advertisement

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে টলিউড তারকাদের ঢল চোখে পড়ার মতো ছিল। একের পর এক টলিউড অভিনেতা অভিনেত্রী বিজেপি শিবিরে গিয়ে যোগদান করেছিলেন। প্রথমে রুদ্রনীল ও পরে হিরন শ্রাবন্তী পায়েল গেরুয়া শিবিরে যোগদান করে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করেন। তবে এবার ভোটের আবহেই সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক অভিযোগ আনলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ফেসবুকে অকপট পোস্ট করে বলেন যে বিজেপিতে যোগ দেয়ার জন্য নাকি এক তারকাকে ৭ কোটি টাকা দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

সম্প্রতি শ্রীলেখা মিত্র বারংবার দলবদল ইস্যুকে টার্গেট করে মন্তব্য করছিলেন। রুদ্রনীল যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তখন থেকেই এই দলবদল এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তিনি। তবে এবার সরাসরি টলিউড তারকাদের কাঠগড়ায় তুলে তিনি ফেসবুক পোস্টে বললেন যে বিজেপি এক তারকাকে শুধুমাত্র বিজেপিতে যোগদান করার জন্য ৭ কোটি টাকা দিয়েছে। শ্রীলেখার এই ফেসবুক পোস্টে একাধিক তাবড় তাবড় তারকারা কমেন্ট করেছে।

Advertisement

Advertisement
Advertisement

এরইমধ্যে শিলেখার পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি তারকা সদস্য রিমঝিম মিত্র। তিনি কমেন্ট বক্সে শ্রীলেখাকে জানতে চেয়েছে যে সে কার কথা বলেছে। তারপর কিছু কমেন্ট হাইড থাকলেও শেষে একটি শ্রীলেখার প্রতিক্রিয়া দেখা গেছে। শ্রীলেখা রিমঝিমকে ট্যাগ করে বলেছে, “যাক জেলে পাঠাক। জেলেই তো পাঠাবে। কিনতেও পারেনি আমায় কি করবে বলো?” অন্যদিকে বিখ্যাত পরিচালক অনীক দত্ত বিজেপিকে একহাত নিয়ে বলেছে, “ব্যবসায়ীদের পার্টি দরাদরিতে তেমন ভালো নয়।”

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলা বিধানসভা নির্বাচনের আগেই টলিউডে রাজনীতির রং লেগে গেছে। একদিকে যেমন একঝাঁক তারকা বিজেপি শিবিরে যোগদান করেছে ঠিক অন্যদিকে আরেক ঝাঁকের গন্তব্য হয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলে যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায় প্রমুখরা। আবার অন্যদিকে গেরুয়া সৈনিক হয়েছেন রুদ্রনীল ঘোষ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী প্রমুখরা। তবে এতো কিছুর মাঝেও শ্রীলেখা মিত্র কোন দলেই অংশগ্রহণ করেনি। বরং তিনি সাফ জানিয়েছেন যে তিনি বামপন্থায় বিশ্বাসী ছিলেন আছেন এবং থাকবেন। শ্রীলেখাকে তার ফেসবুকে বামেদের ভোট দেওয়ার প্রচার করতে দেখা গেছে।

Advertisement

Related Articles

Back to top button