Today Trending Newsদেশনিউজ

দেশের সব জেলা থেকে চালানোর জন্য প্রস্তুত ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন : রেলমন্ত্রী

Advertisement
Advertisement

করোনা ভাইরাস জনিত লকডাউনের কারণে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গয়াল শনিবার ঘোষণা করেন যে, খুব শীঘ্রই দেশের প্রতিটি জেলা থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালু করা হবে। একইসঙ্গে তিনি এও নিশ্চিত করেছেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্ত আটকে পড়া শ্রমিক ও তাদের গন্তব্যের তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

রেলমন্ত্রী পীযূষ গয়াল এদিন বলেন, ‘পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ভারতীয় রেল দেশের যে কোনও জেলা থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেন চালানোর জন্য প্রস্তুত। জেলা কালেক্টরদের আটকে থাকা শ্রমিক ও তাদের গন্তব্যের তালিকা প্রস্তুত করে রাজ্যের নোডাল অফিসারের মাধ্যমে রেল মন্ত্রকের কাছে আবেদন করতে হবে।’ গত দু’দিন ধরে রেলমন্ত্রী দেশের বিভিন্ন রাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে, ট্রেনগুলিকে তাদের নিজ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পশ্চিমবঙ্গ, রাজস্থান এবং ঝাড়খন্ডের মতো রাজ্যের জন্য বিশেষভাবে আবেদন করা হয়েছিল বলে জানা গেছে।

Advertisement

এদিকে, রেল মন্ত্রক জানিয়েছে যে, ১৫ মে পর্যন্ত সারা দেশে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১ হাজার ৭৪ টি শ্রমিক স্পেশাল ট্রেন চালানো হয়েছে। এই ট্রেনের মাধ্যমে ১ মে থেকে ১৪ লক্ষাধিক আটকে পড়া মানুষকে তাদের নিজ রাজ্যে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। এই বিশেষ ট্রেনগুলি অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, গোয়া, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহার থেকে ছাড়া হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button