টলিউডবিনোদন

১৭’তেই মা হয়েছেন, ‘ছেলের মা আমি, বাবাও আমি’, অকপট শ্রাবন্তী

×
Advertisement

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। যিনি প্রথম থেকেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন মিডিয়াতে। খুব অল্প বয়সেই ভালোবেসে বিয়ে করেছিলেন পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে। তবে বেশ কয়েকবছর পর ভাঙল ধরে সেই বিয়েতে। তবে তাদের একটি পুত্রসন্তান হয়েছিল। মাত্র ১৭ বছর বয়সেই অভিমন্যু চট্টোপাধ্যায়ের মা হয়েছিলেন তিনি। সেই থেকেই সবদিক সামলে একা হাতে মানুষ করেছেন ছেলেকে। নিজের আসন্ন ছবি ‘ভয় পেও না’র প্রচারে এসে অকপট শ্রাবন্তী।

Advertisements
Advertisement

তার কথায়, তিনি কখনোই তার ছেলের উপর কোনো রকম কোনো খারাপ আঁচ আসতে দেননি। নিজের কাজ এবং ব্যক্তিগত জীবনের জটিলতা সামলে নিজের মতো করে মানুষ করেছেন ছেলেকে। ছেলের সাথে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার। অভিনেত্রীর কথায় অভিমন্যু যথেষ্ট বুঝদার ছেলে। সে নিজের মায়ের যেকোনো সিদ্ধান্তে পাশে থাকে। সম্প্রতি সেও এই ইন্ডাস্ট্রিতে পা রেখেছে। তবে মায়ের মত পর্দার সামনের দুনিয়া নয়, বাবার মতন পর্দার পিছনের দুনিয়াই পছন্দ তার। ইতিমধ্যেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায় পরিচালিত ‘মানবজমিন’ ছবিতে অ্যাসিস্ট করেছেন অভিমন্যু। তবে অভিনেত্রী জানিয়েছেন, আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ত রয়েছে সে। অভিনেত্রী চান সে যেন পড়াশোনা শেষ করে তবেই পা রাখে এই বিনোদন জগতে।

Advertisements

অভিমন্যুর প্রেমিকার সাথে ভালো সম্পর্ক অভিনেত্রীর। ঝিনুকের প্রেমিকা অন্যতম পরিচিত মডেল দামিনী ঘোষ। ঝিনুক অভিনেত্রীর পুত্র অভিমন্যুর ডাকনাম। মালদ্বীপ হোক কিংবা কাশ্মীর নিজের সাথে ছেলের পাশাপাশি দামিনীকেও নিয়ে যান অভিনেত্রী। তাকে নিজের বাড়ির সদস্যই মনে করেন তিনি। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ার পাতায় তাদের দেখা মেলে একসাথে। এর থেকেই স্পষ্ট যে তিনি নিজের ছেলের ভালোবাসাকে মান্যতা দিয়েছেন। অভিনেত্রীর কথায় তিনি একজন সফল মা হতে পেরেছেন। আর সেটাই তাকে নিজের কর্মজীবনে সফল হতে সাহায্য করেছে। একজন মা হিসেবে তিনি সর্বদা গর্বিত থাকেন। নিজের ছেলেকে নিয়ে তিনি যথেষ্ট গর্বিত, তা তার কথাতেই স্পষ্ট।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button