ক্রিকেটখেলা

নো-বল দেখার জন্যই মাঠে স্পেশাল আম্পায়ার

Advertisement
Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হয়েছেন দু-সপ্তাহের মত হয়েছে কিন্তু তাতেই ভারতীয় ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন ঘটে গেছে। তাঁর দশ মাসের কার্যকালে ভারতীয় ক্রিকেটের যে আমূল পরিবর্তন ঘটবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এবার সেই পরিবর্তনের ছোঁয়া লাগতে চলেছে ভারতের সবচেয়ে জনপ্রিয় একটি ক্রিকেট প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

Advertisement
Advertisement

নো-বল সমস্যা গতবারের আইপিএলে অত্যন্ত প্রকট ভাবে দেখা গিয়েছে। কয়েকটি ম্যাচে অত্যন্ত বড়ো মাপের নো-বল আম্পায়ারের নজর এড়িয়ে গিয়েছিলো। তাই আইপিএল গভর্নিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে এবার শুধুমাত্র নো-বল দেখার জন্যই একজন স্পেশাল আম্পায়ার থাকবেন। থার্ড আম্পায়ার সেটি দেখবেন না অতিরিক্ত একজন আম্পায়ার থাকবেন সেবিষয়ে ভাবনা চিন্তা চলছে। বিসিসিআই প্রধান কার্যালয় মুম্বাইতে ব্রিজেশ প্যাটেলর নেতৃত্বাধীন আইপিএল গভর্নিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Advertisement

গতবছর রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের একটি ম্যাচে শেষ বলে ছয় রান দরকার ছিল ব্যাঙ্গালোরের জেতার জন্য। ব্যাঙ্গালোর ব্যাটসম্যান ছয় মারতে অক্ষম হন এবং খুব কম রানের ব্যবধানে হারে ব্যাঙ্গালোর কিন্তু পরে দেখা যায় লাসিথ মালিঙ্গার ঐ শেষ বলটি নো-বল ছিল এবং সেটি আম্পায়ারের নজর এড়িয়ে গিয়েছে। যেটি নিয়ে ম্যাচের পর ব্যাঙ্গালোর ক্যাপ্টেন বিরাট কোহলিকে আক্ষেপ করতে শোনা যায়।

Advertisement
Advertisement

কোহলি বলেন “এত বড় মাপের একটা টুর্নামেন্ট যেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় দুটি দলের মধ্যে সেরকম জায়গায় এইরকম আম্পায়ারিংয়ের ভুল কোনোভাবেই মেনে নেওয়া যায় না”।

Advertisement

Related Articles

Back to top button