নিউজপলিটিক্স

পুরসভায় বিজেপির মুখ শোভন, জেপি নাড্ডার সঙ্গে ফোনে কথা প্রাক্তন মন্ত্রীর

Advertisement
Advertisement

আসন্ন পুরসভায় বিজেপির মুখ প্রাক্তন হেভিওয়েট মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সূত্রের খবর, এ বিষয়ে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার। প্রসঙ্গত, রত্না চট্টোপাধ্যায়কে প্রাক্তন মেয়রের ওয়ার্ডে তৃণমূলের তরফে দায়িত্ব দেওয়ার পরই নড়েচড়ে বসেছে বিজেপি।

Advertisement
Advertisement

প্রাক্তন মেয়রকে কাজে লাগিয়ে পুরভোটে বাজিমাত করতে চাইছে গেরুয়া শিবির। সেই কারণে প্রাক্তন এই হেভিওয়েট মন্ত্রীর উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন সর্বভারতীয় সভাপতি। সূত্রের খবর, শোভন জায়া রত্না দেবীর উপর তৃণমূলের দায়িত্ব ন্যস্ত করার পরই প্রাক্তন মেয়রকে কাজে লাগিয়ে পুরসভা দখলে এগিয়ে আসতে চাইছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, এই পুরসভার নির্বাচনকে সামনে একুশের বিধানসভা নির্বাচনের লড়াই শুরু করতে চাইছে তারা।

Advertisement

আরও পড়ুন : ‘মায়ের প্রসাদ খেলে করোনা হবে না’, করোনা মোকাবিলায় অদ্ভুত মন্তব্য দিলীপ ঘোষের

Advertisement
Advertisement

প্রসঙ্গত, প্রাক্তন মেয়রের ওয়ার্ডে পুরভোটের প্রচারের দায়িত্ব শোভন পত্নী রত্না চট্টোপাধ্যায়ের হাতে তুলে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। একইসঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসকদল। ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির মাধ্যমে পুরভোট ও বিধানসভা ভোঠের প্রচার এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে রত্না দেবীর উপর।

Advertisement

Related Articles

Back to top button