ক্রিকেটখেলা

শারীরিক অবস্থা স্থিতিশীল সৌরভের, দেখা করতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

অভিজ্ঞ ডাক্তার দের উপস্থিতিতে এদিন স্টেন্ট বসানো হল তার হৃদযন্ত্রে।

Advertisement
Advertisement

পরিকল্পনামাফিক এবার এফবিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) হৃদযন্ত্রে বসানো হয়ে গেল আরো দুটো নতুন স্টেন্ট। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসক দেবি শেঠি এবং চিকিৎসক অশ্বিন মেহেতার উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করলেন চিকিৎসকরা। এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক আফতাব খান, চিকিৎসক সপ্তর্শি বসু এবং চিকিৎসক সরোজ মন্ডল। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল।

Advertisement
Advertisement

গত ২ জানুয়ারি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে ভর্তি হন। জানা গিয়েছিল সৌরভের ধমনীতে তিনটি ব্লকেজ রয়েছে। এরপরে একটি ধমনীতে স্টেন্ট বসানো হয়। চিকিৎসকদের তরফে জানানো হয়, অন্য দুটি ধমনীতে পরে স্টেন বসানো হতে পারে। সেই প্রক্রিয়া এবারে শেষ করা হল বৃহস্পতিবার। অভিজ্ঞ চিকিৎসক দেবি শেঠি সম্পূর্ণ ব্যাপারটির পর্যালোচনা করার জন্য সকালে কলকাতায় পৌঁছে যান। এছাড়া অভিজ্ঞ ডাক্তার দের উপস্থিতিতে এদিন স্টেন্ট বসানো হল তার হৃদযন্ত্রে।

Advertisement

গতকাল হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছিল মঙ্গলবার রাতে তার ভাল ঘুম হয়নি। কিছু শারীরিক অস্বস্তি বোধ করছিলেন তিনি। এই কারণে তিনি বুধবার দুপুরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। এরপর, ডাক্তারদের টিম তাকে অন্য দুটি স্টেন্ট বসানোর পরামর্শ দেয়। সেইমতো এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের হৃদযন্ত্রে স্টেন্ট বসানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

Advertisement
Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌরভ এর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাকে বর্তমানে হালকা ডায়েট এর উপর রাখা হয়েছে। তবে বর্তমানে তাকে পর্যবেক্ষণে থাকতে হবে হাসপাতালে। সৌরভের অসুস্থতার খবর শুনে বহু সৌরভ ঘনিষ্ঠ ব্যক্তি তার সাথে দেখা করতে যান। এই তালিকা কে ছিলেন বালির বিধায়ক বৈশালী ডালমিয়া (Baishali Dalmiya), শিলিগুড়ির পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)

Advertisement

Related Articles

Back to top button