ক্রিকেটখেলানিউজ

পাড়ার পুজোয় খোশমেজাজে মহারাজ

Advertisement
Advertisement

কলকাতা: ইতিমধ্যেই সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে বাড়িতে থেকে পরিবারের সঙ্গে উৎসব পালন করার পরামর্শ দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলের জন্য গত বেশ কয়েকদিন ধরেই দুবাইতে ছিলেন মহারাজ। কিন্তু তিনি বরাবরই নিজের বাড়িতেই কাটান। আর ঠিক সেভাবে এবারও দুবাই থেকে উড়ে এসেছেন বেহালার বাড়িতে। পূজো শেষে আবার তিনি দুবাই উড়ে যাবেন।

Advertisement
Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় একদম নিখাদ বাঙালি৷ তাঁর ক্রিকেট কেরিয়ারের সময় থেকেই যখনই সময় পেতেন পাড়ার দুর্গাপুজোয় মাততেন৷ যদিও করোনা পরিস্থিতি, তবুও সাবধানতা অবলম্বন করে পরিবারের লোকজনের সঙ্গে পাড়ায় খোশমেজাজে দেখা গিয়েছে সৌরভকে।

Advertisement

পাঞ্জাবি-পায়জামা, মুখে মাস্ক দাদাকে বিন্দাস মেজাজে দেখা গেল বেহালায় পাড়ার পুজোয়৷ বড়িশা প্লেয়ার্স কর্নার এবার ৪৬ তম বর্ষে পা দিযেছে৷ সেখানেই হাজির ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও৷ দাদার অন্যতম পছন্দ পুজোয় ঢাক বাজানো, এদিন নিজের হাতে বোল না তুললেও ঢাকিরা দেদার ঢাক বাজিয়ে পুজোর আনন্দ আরও চারগুণ বাড়িয়ে দিলেন৷ সব মিলিয়ে সাবধান থেকে পুজোর আনন্দ লুটেপুটে নিচ্ছেন সৌরভ, এমনটা বলাই যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button