কলকাতাক্রিকেটখেলানিউজ

ফের হাসপাতালে ভর্তি হতে পারেন সৌরভ, কিন্তু কেন?

Advertisement
Advertisement

কলকাতা: আবারও হাসপাতালে ভর্তি হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। জানা গেছে, আগামী সপ্তাহে তিনি ফের হাসপাতালে ভর্তি হতে পারেন। পরিবার সূত্রে খবর, উডল্যান্ডস হাসপাতালেই (Woodland Hospital) তাঁকে আবার ভর্তি করা হবে। তবে কবে তাঁকে ভর্তি করা হবে, সেই ব্যাপারে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ। জানা গেছে, এবার ভর্তি হলে বাকি দুটো স্টেন্ট বসিয়ে দেওয়া হবে।

Advertisement
Advertisement

চলতি মাসের ২ তারিখ বাড়িতে জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। প্রথমে শরীরে ঝিমুনিভাব আসতে শুরু করে। তারপর আচমকা সবকিছু ব্ল্যাক আউট হয়ে যায়। তড়িঘড়ি সৌরভকে ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ডস হাসপাতালে। ওইদিনই তাঁর হার্টে একটি স্টেন্ট বসানো হয়েছিল। এরপর কয়েকদিন বিশ্রামে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

সৌরভের সব মেডিকেল রিপোর্ট খতিয়ে দেখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। তিনি জানিয়েছিলেন, সৌরভের হার্ট এখনও নাকি ২০ বছরের যুবকের মতোই তরতাজা রয়েছে। তিনি ম্যারাথনে দৌড়তে কিংবা ক্রিকেটও খেলতে পারবেন। তবে তিনটের মধ্যে সৌরভের হার্টে বাকি যে দুটো ব্লকেজ ছিল, তা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করার পরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement
Advertisement

জানা গেছে, সৌরভ আপাতত বেশ সুস্থই আছেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তিনি খাওয়াদাওয়া করছেন। পাশাপাশি, বাড়িতে বসেই তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিচ্ছেন। ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলতে আসার পর টিম হোটেলে ভারতীয় ক্রিকেট দলকে বেশকিছু সমস্যার মুখে পড়তে হয়েছিল। ভারতীয় ক্রিকেটারদের কোনও হাউস কিপিং স্টাফ দেওয়া হচ্ছিল না। ব্যবহার করতে দেওয়া হচ্ছিল না হোটেলের সুইমিং পুলও। অবশেষে সৌরভের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়েছে বলেই জানা গেছে।

গত ৭ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন মহারাজ। তারপর থেকে তাঁর সঙ্গে সবসময় একজন চিকিৎসক রয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সৌরভের বাড়িতেই ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে। একজন নার্স থাকছেন। সৌরভের আবারও হাসপাতালের ভর্তি হওয়ার খবর সমর্থকদের উদ্বেগ যে কিছুটা হলেও বাড়াবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

Related Articles

Back to top button