নিউজপলিটিক্সরাজ্য

মোদির ব্রিগেডে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন ব্রাত্য বিধায়ক সোনালী গুহ

জানা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে

Advertisement
Advertisement

আগামী বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদায়ী বিধায়কদের মধ্যে সকলকে টিকিট দেওয়া হয়নি। এই তালিকায় রয়েছেন সাতগাছিয়া এলাকার বিদায়ী বিধায়ক সোনালী গুহ। টিকিট না পাওয়ার জন্য এই বিধায়কদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। আর এবারে সোনালী গুহ যোগ দিতে চলেছেন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে। রবিবার ব্রিগেডে নরেন্দ্র মোদির সভায় বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন সোনালী গুহ।

Advertisement
Advertisement

শুক্রবার মুকুল রায়ের বাড়িতে এসেছিলেন তৃণমূলের একাধিক নেতা। তার মধ্যে ছিলেন সোনালী গুহ। সোনালী গুহ মুকুল রায়কে জানিয়েছেন তিনি বিজেপিতে যোগ দিতে চাইছেন। তবে তার টিকিট পাবার কোন আশা নেই, তিনি শুধুমাত্র বিজেপির হয়ে ভোট প্রচারে অংশগ্রহণ করতে চাইছেন।

Advertisement

সোনালী গুহের পরিবারের সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় এবারের নির্বাচনে সোনালী গুহকে টিকিট না দেওয়ার জন্য তিনি অপমানিত বোধ করছেন। তিনি মনে করছেন, তার উপরে তার দল আর কোনদিন ভরসা করবে না। এই কারণেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে চলেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল যখন প্রার্থী তালিকা ঘোষণা করল তার পরে কেঁদে ফেলেছিলেন সোনালী গুহ।

Advertisement
Advertisement

তার বক্তব্য ছিল, “তার থেকে এটা পাবো আমি ভাবি নি। তার সঙ্গে আমার রাজনৈতিক নয়, পারিবারিক সম্পর্ক ছিল। তার বাড়িতে ইতি উতি খুঁজলে হয়তো আমার জামা কাপড় পাওয়া যাবে। কি আর বলবো! আমি ওকে স্বামীর থেকে বেশি সম্মান দিতাম। ওকে সন্তানের থেকে বেশি ভালবাসতাম। তার থেকে এটা একদম আশা করিনি। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি বসে থাকতে পারিনা।”

Advertisement

Related Articles

Back to top button