কলকাতানিউজরাজ্য

রাজ্যের তরফ থেকে লকডাউন ৪.০-তে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, দেখে নিন

Advertisement
Advertisement

সোমবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে লকডাউনের চতুর্থ দফাতে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং কোন কোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। সোমবার রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন নিয়ে বিস্তারিত বলেছেন। তবে কেন্দ্রের সাথে রাজ্যের গাইডলাইনে অনেক কিছুতে মিল পাওয়া যায়নি।

Advertisement
Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশমতো রাজ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দেন,’ নাইট কারফিউ বলে রাজ্যে সরকারিভাবে কিছু থাকছে না। মানুষের ভোগান্তি হোক, চাই না। কিন্তু বেআইনি জমায়েত যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।’

Advertisement

রাজ্যের তরফ থেকে লকডাউন ৪.০-তে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, দেখে নিন

Advertisement
Advertisement

১) রাজ্যের বুথ ও ওয়ার্ডের কন্টেনমেন্ট জোনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। A অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন,  B অর্থাৎ বাফার জোন, C অর্থাৎ ক্লিন জোন।  আগামী ২৭ মে থেকে B, C জোনে ২জন করে যাত্রী নিয়ে অটো চালু হবে।

২) ২১ মে থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে।

৩) আবার ২৭ মে থেকে জোড়- বিজোড় পদ্ধতিতে হকার্স মার্কেট খুলবে। তবে এর জন্য পাস নিতে হবে পুলিশের থেকে।

৪) শপিং মল খোলা যাবে না। কিন্তু মলের ভিতরে অফিস থাকলে অফিস খোলা যাবে।

৫) বেসরকারী সংস্থাগুলি একদিন অন্তর অন্তর খুলবে। ৫০% কর্মী নিয়ে কাজ করা হবে।

৬) ২১ মে থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করা হবে।

৭) সামাজিক দূরত্ব মেনে হোটেল খোলা যাবে।

৮) রেস্তোরাঁ খোলা রাখা যাবে না।

৯) সামাজিক অনুষ্ঠানে ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

১০) সেলুন, বিউটি পার্লার সামাজিক দূরত্ব মেনে খোলা রাখা যাবে। প্রয়োজনীয় সরঞ্জাম অবশ্যই স্যানিটেজ করতে হবে। এই নিয়ে বিশেষ গাইডলাইন আনা হবে।

Advertisement

Related Articles

Back to top button