ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মূল্যবৃদ্ধির কারণে সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন? কম বিনিয়োগে বিপুল টাকা রোজগারের সুযোগ দেবে এই ব্যবসা

যারা নতুন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ব্যবসা একেবারে আদর্শ

Advertisement

Advertisement

করোনা ভাইরাস অতিমারীর কারণে ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন ভারতের বহু মানুষ। এমনিতেই ভারতের চাকরির বাজারের অবস্থা অত্যন্ত খারাপ। অসংখ্য শিক্ষিত যুবক-যুবতী আজকে রয়েছেন বেকার। এই মুহূর্তে সকলেই ব্যবসার রাস্তায় হাঁটতে শুরু করেছেন চাকরির বদলে। অনেকেই আবার মূল্যবৃদ্ধির কারণে সংসার টানতে বিকল্প আয়ের রাস্তা খুঁজতে শুরু করেছেন। ফলে তারাও ব্যবসার দিকে ঝুঁকছেন।

Advertisement

এই পরিস্থিতিতে অধিকাংশ লোকজন এমন ব্যবসা করতে চাইছেন যেখানে খুব কম বিনিয়োগ করে বেশি টাকা আয় করা সম্ভব হয়। বর্তমানে এরকমই একটি ব্যবসা সামনে এসেছে যেখানে মাত্র কিছু টাকা বিনিয়োগ করেই আপনি দারুন মুনাফার মুখ দেখতে পারবেন। এটি হলো সাবান তৈরি করার ব্যবসা। চলুন জেনে নেওয়া যাক এই ব্যবসার ব্যাপারে সবকিছু।

Advertisement

যারা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন এবং খুব কম সময়ের মধ্যে ভালো টাকা উপার্জন করতে চাইছেন তাদের জন্য সাবান তৈরি করার এই ব্যবসা একেবারে আদর্শ। সাবান হলে এমন একটি পদার্থ যেটা সমস্ত ঘরে ব্যবহার হয় এবং এর চাহিদা রয়েছে বিরাট। বাজারে সমস্ত সময় সমস্ত ধরনের সাবানের একটা বিশাল চাহিদা থাকে। লোকাল মার্কেট থেকে শুরু করে গ্লোবাল মার্কেট, সব জায়গাতেই প্রতিনিয়ত সাবানের আমদানি রপ্তানি হয়ে থাকে। এই কারণেই সাবান তৈরি করার ব্যবসা এই মুহূর্তে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে।

Advertisement

বর্তমানে সাবান তৈরি করার জন্য বাজারে এসে গিয়েছে একাধিক ধরনের মেশিন। এই সমস্ত মেশিনের মধ্যে রয়েছে এক্সট্রুডার মেশিন, ডাই মেশিন, কাটিং মেশিন, মিক্সচার মেশিন এবং আরো অনেক কিছুই। সাবান তৈরি করার ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনার এই সমস্ত মেশিনের প্রয়োজন হবে। এছাড়াও সাবান তৈরি করার ব্যবসা শুরু করার জন্য কয়েকজন কর্মী রাখার প্রয়োজনীয়তা হবে আপনার। এর পাশাপাশি সাবান তৈরি করার ব্যবসা করার জন্য কমপক্ষে এক হাজার বর্গফুট জায়গার প্রয়োজন হবে আপনার। একটি হিসাব অনুযায়ী, যদি মেশিন কাঁচামাল এবং বিভিন্ন অন্যান্য প্রয়োজনীয় খরচ বাবদ সাবান তৈরির ব্যবসা শুরু করার জন্য কমপক্ষে সাত লক্ষ টাকা আপনাকে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ যদি আপনি ৭ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে একটি ভালো সাবান তৈরি করার ইউনিট তৈরি করে ফেলতে পারবেন। আর একবার এই ইউনিটের সাবান উৎপাদন শুরু হয়ে গেলে প্রতি মাসে ভালো টাকা রোজগার করতে পারবেন আপনারা।