দেশনিউজ

প্রকৃতির খামখেয়ালিপনা, রাজস্থানে দেখা যাচ্ছে তুষারপাত

Advertisement
Advertisement

রাজস্থানের মরুভূমি ধুধু করছে বালিয়াড়িতে। যেদিকেই চোখ যায় চারিদিকে শুধু বালি আর বালি। কোথাও কোন জল নেই, চারিদিকে রুক্ষ-শুষ্ক ভূমি কিন্তু মরুপ্রান্তরে দেখা যাচ্ছে পুরু বরফ। মাঝেমাঝে বরফের ফাঁক দিয়ে মাথাচাড়া দিচ্ছে পাতা ঝরে যাওয়া কিছু ন্যাড়া গাছ।

Advertisement
Advertisement

বালির বদলে শুধুই বরফ আপনি হয়তো ভাবছেন, এটা হিমাচল প্রদেশের মানালি কিংবা কাশ্মীরের গুলমার্গ কিন্তু সেটা নয় এটি রাজস্থানের মরু রাজ্য।

Advertisement

এই অঞ্চল ঢেকে গেছে পুরু বরফের চাদরে। প্রকৃতির খামখেয়ালিপনা কে আমাদের স্যালুট জানাতে হয়, তার কাছে আমরা প্রত্যেকেই নগণ্য। তার যখন যা ইচ্ছা সে তাই করে।

Advertisement
Advertisement

বৃহস্পতিবার সকালের নাগৌর রাজস্থানের মরু রাজ্যে দেখা যায় এমনই এক অদ্ভুত কান্ড। হঠাৎ করে কুড়ি মিনিটের শিলাবৃষ্টি হয়, আর তার ফলেই ঢেকে গেছে গোটা এই অঞ্চল।

তবে হঠাৎ করে কেন প্রকৃতির এমন খামখেয়ালিপনা? আবহাওয়া দপ্তরের খবর থেকে জানা যায় গঙ্গানগর এবারের রেকর্ড বৃষ্টি হয়েছে। প্রায় ১৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় এবং শুক্রবার চলতে থাকে বৃষ্টি, জয়পুরেও বৃষ্টি হয়।

চারিদিকে বৃষ্টি হওয়ায় তাপমাত্রার পারদ বেশ কিছুটা হলেও নেমেছে, প্রায় ৮ ডিগ্রীতে নেমে যায়। যার ফলে এই অঞ্চল সংলগ্ন অঞ্চলে অঞ্চলে শিলা বৃষ্টি হয় আর তার পরেই বরফে ঢেকে যায় বিস্তীর্ণ জায়গা।

ভিডিওটি নেটদুনিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়ে যায়। তবে এটি হয়তো আপাতদৃষ্টিতে দেখতে ভালো লাগছে, কিন্তু এর ফলে চাষাবাদে প্রচুর শস্য নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।

Advertisement

Related Articles

Back to top button