টেক বার্তা

প্রকাশ্যে এলো Royal Enfield Himalayan-এর দামদার ফির্চাস, দেখলে অবাক হবেন

বিভিন্ন সংস্থায় দাবি করা হচ্ছে, রয়েল এনফিল্ড হিমালয়ানের ওজন প্রায় ২০০ কেজি হতে চলেছে।

Advertisement
Advertisement

অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সুখবর। পাহাড়ি রাস্তা হোক কিংবা জলমগ্ন রাস্তা, রয়েল এনফিল্ডের নতুন দামদার বাইক লঞ্চ হতে চলেছে খুব শীঘ্রই। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, রয়্যাল এনফিল্ড হিমালয়ান ভারতের প্রিয় অ্যাডভেঞ্চার বাইকগুলির মধ্যে অন্যতম। যার প্রাথমিক মডেল গুলি ইতিমধ্যে গাড়ি প্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে হিমালয়ান ৪৫২।

Advertisement
Advertisement

আমরা আপনাদের বলে রাখি, ইতিমধ্যে গাড়িটির সুপার নকশা প্রকাশ্যে এসেছে। আমরা আপনাদের বলে রাখি, রয়েল এনফিল্ডের হিমালয়ান কঠিনতম রাস্তায় পারফরম্যান্স দিতে বেশ পরিচিত। যদি নতুন এই গাড়িটির আকৃতির কথা বলি, তবে হিমালয়ান 452cc দৈর্ঘ্যে 2,245 মিমি, প্রস্থে 852 মিমি (বা হ্যান্ডগার্ড সহ 900 মিমি), এবং লম্বা 1,315 মিমি হবে। যা এর উত্তরসূরী গাড়ি তথা হিমালয়ান 411-এর তুলনায় উল্লেখযোগ্যভাবে বড়।

Advertisement

এই নিবন্ধে যদি হিমালয়ান ৪৫২cc গাড়ির শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে বলি, তবে এতে আপনি একটি ৪৫১.৬৫cc লিকুইড-কুলড ইঞ্জিন নিয়ে গর্বিত, যা ৮,০০০ rpm-এ ৪০ হর্সপাওয়ার প্রদান করতে সক্ষম। অর্থাৎ নতুন হিমালয়ানের শক্তিশালী ইঞ্জিন এর পূর্বসূরি মডেলের আউটপুটের চেয়েও প্রায় দ্বিগুণ।

Advertisement
Advertisement

বিভিন্ন সংস্থায় দাবি করা হচ্ছে, রয়েল এনফিল্ড হিমালয়ানের ওজন প্রায় ২০০ কেজি হতে চলেছে। ফলে এর আউটফিট পারফরমেন্স অন্যান্য অ্যাডভেঞ্চার বাইকের তুলনায় আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। যদি নিরাপত্তার কথা বলি, তবে হিমালয়ান ৪৫২ গাড়িটি ডুয়াল-চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম দেখা যাবে। যা গাড়িটিকে অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে।

Advertisement

Related Articles

Back to top button