ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Small Business Idea: মাত্র ২০ হাজার দিয়ে শুরু করুন এই ব্যবসা, তারপর প্রতিমাসে কমপক্ষে আয় হবে ৫০ হাজার টাকা

এই ব্যবসা মহিলা ও পুরুষ উভয় করতে পারবেন

Advertisement
Advertisement

মূল্যবৃদ্ধির বাজারে টিকে থাকতে গেলে প্রত্যেক মানুষকেই এখন অনেকটা উপার্জন করতে হয়। আর তাই জন্য আজকালকার দিনে মধ্যবিত্তদের মধ্যে ছোটখাটো ব্যবসা করার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু ব্যবসা করা খুব একটা সহজ কাজ নয়। বড় বিনিয়োগ ছাড়া খুব কম ব্যবসাই হয়। এদিকে মধ্যবিত্তদের কাছে সঞ্চিত অর্থের অভাবে তাদের ব্যবসা করা হয়ে ওঠে না। কিন্তু আজকের এই প্রতিবেদনে আপনাদের এমন এক ব্যবসায়িক আইডিয়া জানাবো যাতে আপনি একবার মাত্র সামান্য বিনিয়োগ করে ব্যবসা শুরু করতে পারবেন এবং তারপর প্রতি মাসে কমপক্ষে ৫০ হাজার টাকা উপার্জন করতে পারেন।

Advertisement
Advertisement

আজকের এই প্রতিবেদনে আপনাদের যেই বিজনেস আইডিয়া সমন্ধে জানাবো তা উভয় পুরুষ ও মহিলারা করতে পারেন। এতে না আপনাকে কিছু ভাড়া দিতে হবে বা দোকান খুলতে হবে। বাড়ি বসেই মাঝে মাঝে কাজে গিয়ে আপনি মাসের শেষে কমপক্ষে ৫০ হাজার টাকা উপার্জন করতে পারেন। কি এই বিজনেস আইডিয়া? জানতে হলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement

বিয়ের মরশুমে বিয়ের ভেনু বাগান বাড়ি খুবই জনপ্রিয় থিম। কিন্তু বিয়ের সময় এই বাগান বাড়ি কোথায় পাবেন, এই সমস্যার সম্মুখীন হতে হয় সকলকেই। এই জন্য আপনি এই বিয়ের বাগান বাড়ির এগ্রিগেটর হতে পারেন। অর্থাৎ, আপনার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে আপনার শহরের সমস্ত বাগান বাড়ির তথ্য থাকবে। এটি একটি অনলাইন তালিকা যেখান থেকে জানা যায় যে শহরে কয়টি বিবাহের বাগান আছে, কার ভাড়া কত, জায়গা কত, সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে কী বা অন্যান্য কী কী পরিষেবা রয়েছে এবং কেমন রয়েছে গ্রাহকদের রিভিউ। 

Advertisement
Advertisement

প্রথমত, আপনাকে আপনার একটি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ তৈরি করতে হবে। এটিতে, আপনাকে শহরের সমস্ত বিবাহের বাগান সম্পর্কে তথ্য নথিভুক্ত করতে হবে। আপনার তৈরি করা ওয়েবসাইট থেকে মানুষ ঘরে বসেই ভালো বিয়ের বাগান খুঁজতে পারবেন। আর বিয়ে বাগানের লোকেরাও আপনার কাছ থেকে কাজ পাবে, বিনিময়ে আপনি টাকা পাবেন। এর জন্য আপনি যদি প্রতিমাসে বিয়ের বাগান মালিকের থেকে ১০০০ টাকা নেন এবং শহরে কমপক্ষে ৫০ টি বাগান বাড়ির মালিকের সাথে আপনার কন্টাক্ট থাকে, তাহলে আপনি সহজেই মাসে ৫০ হাজার টাকা উপার্জন করতে পারবেন। এছাড়াও আপনি শীর্ষ তালিকার জন্য আলাদাভাবে চার্জ করতে পারেন। অথবা আপনি প্রতি বুকিং পিছু কিছু একটা চার্জ করতে পারেন।

Advertisement

Related Articles

Back to top button