দেশনিউজ

চিনের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি ভারতের, অবশেষে ফ্রান্স থেকে শক্তিশালী রাফাল আসছে দেশে

ভারত ও চিন সীমান্তে লাদাখের গালোয়ান উপত্যকায় যে সংঘর্ষ হয় দুই দেশের সেনাবাহিনী লোহার কাটা বসানো অস্ত্র ও পাথরের সাহায্যে। আর এর ফলেই ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান শহীদ হন।

Advertisement
Advertisement

অবশেষে ফ্রান্স থেকে ভারতে আসছে যুদ্ধবিমান। লাদাখ সীমান্তে গালোয়ান উপত্যকায় চিনা ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হন। এরই মাঝে ফ্রান্স থেকে প্রথম ব্যাচের ৬টি জেট বিমান ভারতে আসছে আগামী ২৭শে জুলাই, এমনটা জানা গিয়েছে সূত্রের মাধ্যমে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক কর্তারা জানিয়েছেন, চিন ও ভারত সীমান্তে যে সংঘর্ষ সৃষ্টি হয়েছিল এরই মাঝে ফ্রান্স থেকে আসা যুদ্ধবিমানের ফলে ভারতের যুদ্ধ করার শক্তি বৃদ্ধি পাবে। এই রাফাল যুদ্ধবিমান হাতে এলে ভারত তাঁর প্রতিপক্ষ ও শত্রুদের জবাব দিতে সক্ষম হবে।

Advertisement
Advertisement

ভারত ও চিন সীমান্তে লাদাখের গালোয়ান উপত্যকায় যে সংঘর্ষ হয় দুই দেশের সেনাবাহিনী লোহার কাটা বসানো অস্ত্র ও পাথরের সাহায্যে। আর এর ফলেই ভারতীয় সেনাবাহিনীর ২০ জন জওয়ান শহীদ হন। ভারতীয় সেনাবাহিনীতে এই অপূরনীয় ক্ষতির ফলে চিনা পণ্য বয়কটের আন্দোলনে নামেন ভারতীয়রা। গত ২রা জুন টেলিফোনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে আলোচনা হয় ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লের। ফ্রান্সের তরফে জানান হয়েছে, করোনা আবহে ভাইরাসের ফলে যে সংক্রমণ ছড়িয়েছে তার মাঝেই পূর্ব নির্ধারিত সূচিকে মান্যতা দিয়ে রাফাল জেটবিমান ডেলিভারি দেওয়া হবে ভারতে।

Advertisement

জানা গিয়েছে, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত সরকারের সঙ্গে ফ্রান্সের প্রায় ৫৮ হাজার কোটি টাকার ৩৬ টি রাফাল জেট বিমান কেনার চুক্তি হয়। এই রাফাল জেট বিমানে আছে শক্তিশালী অস্ত্র বহনের ক্ষমতা। জেট বিমানটিতে রয়েছে উন্নতমানের ক্ষেপণাস্ত্র সিস্টেমের সুবিধা। এছাড়া ইজারায়েলি হেলমেটভিত্তিক ডিসপ্লে, রাডার ওয়ার্নিং রিসিভার, লো ব্যান্ড জ্যামার। এছাড়া ১০ ঘন্টার ফ্লাইট ডাটা রেকর্ডিং,ইনফ্রা-রেড সার্চ ও ট্র্যাকিং সিস্টেম সমেত বেশ কিছু সুবিধা। আর এই নয়া জেট বিমান চালনার জন্য পাইলট প্রশিক্ষণ সহ বিভিন্ন পরিকাঠামো তৈরির কাজ সম্পূর্ণ করে রেখেছে ভারতীয় বায়ুসেনা। আর এই পরিকাঠামো নির্মানে ভারতীয় বায়ুসেনার খরচ হয়েছে ৪০০ কোটি টাকা। যে ৩৬ টি রাফাল জেট বিমান আসছে তার ৩০ টি হবে ফাইটার জেট ও বাকি ৬ টি ট্রেনার জেট।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button