ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SIP নাকি FD , কোথায় টাকা রাখলে টাকা থাকবে সব থেকে বেশি নিরাপদ, জানুন বিস্তারিত

ফিক্স ডিপোজিট আপনার জন্য একটা দারুন বিনিয়োগের জায়গা হয়ে উঠতে চলেছে যদি আপনার নিশিত রিটার্ন দরকার লাগে

Advertisement
Advertisement

যখনই বিনিয়োগের প্রশ্ন ওঠে তখনই সবার মাথায় নানা রকমের চিন্তাভাবনা ঘুরতে শুরু করে। সবাই বিনিয়োগ করতে চায় ভালো জায়গায় এবং ভালো আয় করতে চায় সেই বিনিয়োগ থেকে। কেউ কেউ বলেন একটি স্থায়ী আমানত করে আপনি নিশ্চিত রিটার্ন পেয়ে যাবেন আবার কেউ কেউ বলেন মিউচুয়াল ফান্ডে এসআইপি করলে আপনি অনেক বেশি রিটার্ন পাবেন। আজ আমরা আপনাকে বলব এই দুটোর মধ্যে কোনটিতে বিনিয়োগ করা সবথেকে ভালো।

Advertisement
Advertisement

ফিক্স ডিপোজিট হলে এমন একটি জায়গা যেখানে বিনিয়োগকারী আগে থেকেই জানবেন যে তিনি কত টাকা পেতে চলেছেন সুদ হিসেবে। আজকাল মানুষজন এই ধরনের জায়গাতে বিনিয়োগ কম করতে চাইছেন কারণ এখানে রিটার্নের পরিমাণ অনেকটাই কম। যারা ঝুঁকি নিতে ভয় পান অথবা যারা বৃদ্ধ বয়সের জন্য টাকা সঞ্চয় করছেন তাদের জন্যই কিন্তু ফিক্স ডিপোজিট ভালো। কিন্তু আজকাল মানুষজন বেশি ব্যবহার করছেন মিউচুয়াল ফান্ডের এসআইপি। মার্কেট লিংক হওয়ায় এখানে সুদের নিশ্চয়তা নেই তবে কিছু বছর ধরে এসআইপি কিন্তু ভালো রিটার্ন দিয়েছে মানুষজনকে। বিনিয়োগকারীরা কিন্তু বিপুল অর্থ সংগ্রহ করতে পেরেছেন এই এসআইপি ব্যবহার করেই।

Advertisement

বিনিয়োগকারীদের মধ্যে যারা গ্যারান্টি যুক্ত রিটার্ন সহ প্রকল্প পছন্দ করেন তারাই মূলত এই ধরনের জায়গাতে বিনিয়োগ করেন। আপনিও যদি এই ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হয়ে থাকেন, তাহলে বেছে নিতে পারেন মিউচুয়াল ফান্ড। তবে যদি আপনার টাকা বিনিয়োগের জায়গাতে নিশ্চিত রিটার্ন দরকার লাগে তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হলো এফডি। এমনিতে সর্বাধিক আপনি ৮% পর্যন্ত সুদ পেয়ে যেতে পারেন ফিক্স ডিপোজিট থেকে। এই সুদের হার পাওয়া যাবে যদি আপনি সিনিয়র সিটিজেন একাউন্ট খুলতে পারেন। না হলে মোটামুটি সমস্ত ব্যাংকে সুদের হার ৬ শতাংশের কাছাকাছি থাকে। তবে এসআইপি যদি ভালো কাজ করে তাহলে ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুদ পাওয়া যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button