মন খুলে ছোট্ট ইউভানের জন্য চিঠি লিখেছে মাসি। আবেগ ভরা ওই চিঠিতে শুধুই আদর আদর আর আদর। বহুদিনের প্রতীক্ষার পর ছোট্ট ইউভানকে দেখে আপ্লুত হয়ে যায় শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। ১২ সেপ্টেম্বর দুপুর নাগাদ কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর শুভেচ্ছায় ভরে যায় সোশ্যাল মিডিয়ার পেজগুলি। সোশ্যাল মিডিয়ার পেজ স্ক্রল করলেই ভেসে ওঠে ছোট্ট ইউভানের ছবি। শুভেচ্ছায় ভরে যায় রাজ-শুভশ্রীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। চলুন পড়ে নিই মাসির লেখা সেই মিষ্টি চিঠি।