খেলাক্রিকেট

Shreyas Iyer: সমস্ত জল্পনা সত্যি, এই কারণে IPL খেলা হচ্ছে না শ্রেয়াস আইয়ারের! দুশ্চিন্তায় কলকাতা শিবির

শ্রেয়সের পক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচ খেলা সম্ভব হবে না। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিনে পিঠে চোট অনুভব করেন শ্রেয়াস আইয়ার।

×
Advertisement

সম্প্রতি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি অত্যন্ত সাহসের সাথে জিতেছে টিম ইন্ডিয়া। ২-১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজ হারিয়ে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেছে রোহিত শর্মারা। তবে উৎসবের আনন্দ শেষ হওয়ার আগে ভারতীয় দলে নেমে এসেছে চরম বিপর্যয়। দলের ধারাবাহিক নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে নিয়ে এদিন বড় আপডেট দিয়েছেন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ।

Advertisements
Advertisement

এদিক সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েই দিলেন যে, শ্রেয়সের পক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচ খেলা সম্ভব হবে না। কারণ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিনে পিঠে চোট অনুভব করেন শ্রেয়াস আইয়ার। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ওভার বোলিং করে, তিনি অভিযোগ জানান যে, তার পিঠের একটি অংশ ফুলে গেছে। এরপর ওই ম্যাচে আর ব্যাট করতে পারেননি ভারতের নির্ভরযোগ্য এই ক্রিকেটার। বাধ্য হয়ে তার স্থানে কেএস ভরতকে ব্যাটিং করতে পাঠানো হয়।

Advertisements

এদিন ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ বলেন, চোট খেলার একটি অংশ। আমাদের বিশ্বসেরা মেডিকেল ফেসিলিটি রয়েছে। সর্বদা শ্রেয়াস আইয়ারের দিকে নজর রেখেছেন বিশ্বসেরা চিকিৎসকরা। যতটা দ্রুত সম্ভব তাকে দলে ফেরানোর কর্মযজ্ঞে অংশ হয়েছেন তারা। তার পিঠে চোরের কারণে অস্ত্র পাচার করা হবে কিনা তা এখনো নিশ্চিত করা হয়নি। তবে চোটের কারণে আসন্ন আইপিএলের মেগা আসর মিস করবেন ভারতের এই ক্রিকেটার।

Advertisements
Advertisement

টি দিলীপের এমন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই উত্তেজনার সৃষ্টি হয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। কারণ, শ্রেয়াস আইয়ার বিগত মরশুম থেকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নিযুক্ত হয়েছেন। চোটের কারণে শ্রেয়াস আইয়ার বর্তমানে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিহ্যাবে রয়েছেন। ফলে সেই শূন্যস্থান কাকে দিয়ে পূরণ করা হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোলকাতার কর্মকর্তারা।

Related Articles

Back to top button