Shehnaaz Gill: নীল অফ-শোল্ডার পোশাকে তাক লাগালেন শেহনাজ, চেহারা দেখে মানুষের হৃদয়ে তোলপাড়

×
Advertisement

শেহনাজ গিল নামটা অপরিচিত নয় কারোর কাছেই। বিগবসের মঞ্চ থেকেই সাধারণের মাঝে এক বিপুল পরিচিতি অর্জন করেছিলেন অভিনেত্রী। সেইসময় তার সাথে সিদ্ধার্থ শুক্লার সম্পর্কে নিয়ে কম চর্চা হয়নি মিডিয়ার পাতায়। তবে অভিনেতার মৃত্যুর পর তাদের নিয়ে চর্চা বেড়ে গিয়েছিল দ্বিগুণ। পাশাপাশি সেইসময় সিদ্ধার্থের চলে যাওয়াও মেনে নিতে পারেননি শেহনাজ। মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। তবে বর্তমানে নিজেকে অনেকটাই সামলে নিয়েছেন তিনি। মন দিয়েছেন কাজেও। অবশ্য তার ঝলক রয়েছে মিডিয়ার পাতাতেই।

Advertisements
Advertisement

উল্লেখ্য, শেহনাজ এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেত্রী। একাধিক মিউজিক ভিডিওর পাশাপাশি বড়পর্দাতেও ডেবিউ করেছেন তিনি। ভাইজানের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। সলমান খানের সাথে তার সু-সম্পর্কের কথা অজানা নয় কারোর কাছেই। তবে এবার তার সাথেই অভিনেত্রীকে দেখে খুশি তাদের ভক্তরাও। বর্তমান দর্শকদের মাঝে অভিনেত্রীর জনপ্রিয়তা আগের থেকে বেড়ে গিয়েছে দ্বিগুণ, সেকথা আলাদাভাবে উল্লেখ নিষ্প্রয়োজন।

Advertisements

Advertisements
Advertisement

তবে এই মুহূর্তে মিডিয়ার পাতায় ইনস্টাগ্রামের ‘ভাইরাল ভয়ানীর’ অফিসিয়াল পেজ থেকে ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্র ধরেই চর্চায় রয়েছেন অভিনেত্রী। এই ঝলকে তাকে গাড়ি থেকে নেমে কোন একটি পাঁচতারা রেস্তোরাঁয় প্রবেশ করতে দেখা গিয়েছে। এদিন মানানসই হাই হিলে রয়াল ব্লু টিউব ক্রপটপ ও সাদা হাই ওয়েস্ট বেলবটমস ক্যারি করেছিলেন শেহনাজ। নিঃসন্দেহে এদিন অভিনেত্রীকে এই পোশাকে দুর্দান্ত লাগছিল। রেস্তোরাঁয় প্রবেশের পূর্বে পাপারাজিৎদের সামনে দিয়েছিলেন একাধিক পোজ। এমনকি ভক্তের মন রাখতে তুলেছিলেন ছবিও। আপাতত , অভিনেত্রীর এই সাম্প্রতিক লুক মন কেড়েছে নেটনাগরিকদের অধিকাংশের। পাশাপাশি তার নম্র ব্যবহারও নজর এড়ায়নি ভক্তদের।

Related Articles

Back to top button