Video: ‘সারারা সারারা’ গানে অগোছালো শাড়ীতে উত্তপ্ত নাচ করলেন এই যুবতী, রইল সাহসী ভিডিও
যে ভিডিওটি বর্তমানে ভাইরাল হচ্ছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অগোছালো শাড়ীতে মধ্যে জনপ্রিয় হিন্দি গান তথা "সারারা সারারা"-তে উষ্ণতার ঢেউ তুলছেন এক যুবতী।
যেন আরেক সুস্মিতা শেঠি ঝড় উঠেছে ইউটিউব দুনিয়ায়। “মেরে এয়ার কি সাদি হে” সিনেমার জনপ্রিয় গান তথা “সারারা সারারা” গানে এক যুবতী অবিকল সুস্মিতা শেঠির নাচে মিলিয়ে নেচে সবার মন কেড়েছে। আজ রইল সেই অসাধারণ নাচের ভিডিও, তবে বলে রাখা ভালো, তরুনীর অভাবনীয় নাচের দক্ষতা সুস্মিতা শেঠিকেও হার মানাতে পারে।
বর্তমান সোশ্যাল মিডিয়ায় এবং ইউটিউবে শর্ট ভিডিও এবং ছবি শেয়ার করেন বলি-টলিউডের হট অভিনেত্রীরা। আর সেই সংবেদনশীল ও হাইপ তৈরি করা ভিডিও গুলো সবার মন কেড়ে নেয়। এই সময়ে কয়েক মুহুর্তের সেই সব ভিডিও সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে হাইপ তৈরি করছে। তবে সম্প্রতি বলিউড কিংবা টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা নন, বরং ভারতের সাধারণ তরুণ-তরুনীদের হট পারফরমেন্সের ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে একটি কয়েক সেকেন্ডের ভিডিও রীতিমত ভাইরাল হচ্ছে। যে ভিডিওটিতে দেখা যাচ্ছে কোন অভিনেত্রী নন, বরং নিজের কর্মখণ্ডের জন্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছেন ২২ বছরের এক যুবতী। আজ্ঞে হ্যাঁ, বলিউডের ধারাবাহিকতা ভেঙে বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছেন একাধিক সাধারণ মানুষ। বলিউড কিংবা টলিউডের হাতে গোনা কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ভারতীয় তরুণ-তরুণীরা।
সোশ্যাল মিডিয়া মাধ্যম তথা ইউটিউবে যে ভিডিওটি বর্তমানে ভাইরাল হচ্ছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, অগোছালো শাড়ীতে মধ্যে জনপ্রিয় হিন্দি গান তথা “সারারা সারারা”-তে উষ্ণতার ঢেউ তুলছেন এক যুবতী। ভিডিওটি দেখলে ওই যুবতীর কার্ভি ফিগার এবং হট স্টেপ দেখে আপনিও ঘামতে শুরু করবেন।