ক্রিকেটখেলা

বুড়ো হাড়ে ভেলকি, পুরোনো ছন্দে দেখা গেল বীরুকে

Advertisement
Advertisement

রাস্তায় দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতনতামূলক প্রচার এর উদ্দেশ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘রোড সেফটি সিরিজ’ এর আয়োজন করেছেন শচীন তেন্ডুলকর। ইন্ডিয়া লেজেন্ড ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দুটি দলের মধ্যে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে তার প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইন্ডিয়া লেজেন্ড দলের হয়ে খেলেন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শহবাগ যুবরাজ সিং, জাহির খান, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল প্রমুখ ভারতীয় প্রাক্তন তারকারা। দলের অধিনায়কত্ব করেন মাস্টার ব্লাস্টার।

Advertisement
Advertisement

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দলের হয়ে খেলতে দেখা যায় শিবনারায়ন চন্দ্রপল, ব্রায়ান লারা, ড্যারেন গঙ্গা, টিনো বেস্ট ও সুলেমান বেন এর মতো তারকাদের। দলকে নেতৃত্ব দেন লারা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শচীন তেন্ডুলকর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দল। চন্দ্রপল সর্বোচ্চ ৬১ রান করেন। গঙ্গা করেন ৩২ রান। জাহির খান, মুনাফা প্যাটেল ও প্রজ্ঞান ওঝা ২ টি করে এবং ইরফান পাঠান একটি উইকেট দখল করেছেন। একটি দুর্দান্ত ক্যাচ ধরেন জাহির খান।

Advertisement

আরও পড়ুন : সিরিজের প্রথম ম্যাচ, আজ ব্যাট হাতে মাঠে নামবেন সচিন তেন্ডুলকর

Advertisement
Advertisement

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবার সেই পুরানো ওপেনিং জুটি শচীন-শহবাগকে দেখতে পান ভারতীয় দর্শকরা। চার মেরে রান করা শুরু করার পাশাপাশি অর্ধশতরানটিও পূর্ণ করেন বিরু এবং উইনিং শটটিও আসে তার ব্যাটের বাউন্ডারির মাধ্যমে। ৫৭ বলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরু। শচীন করেন ৩৬ রান। নেমেই একটি ছয় মারেন যুবরাজ সিং। ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন তিনি। মহম্মদ কাইফ করেন ১৪ রান। ১০ বল বাকি থাকতেই শচীন তেন্ডুলকর নেতৃত্বাধীন দল ম্যাচটি ৭ উইকেটে জয়লাভ করে।

Advertisement

Related Articles

Back to top button