দেশনিউজ

উত্তরপূর্ব দিল্লিতে জারি হলো ১৪৪ ধারা, সিলমপুর ঘটনায় গ্রেপ্তার ৬

Advertisement
Advertisement

নাগরিকত্ব বিল নিয়ে ফের একবার রণক্ষেত্রের চেহারা নিল দিল্লি। মঙ্গলবার উত্তরপূর্ব দিল্লিতে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাদে বিক্ষোভকারীদের। উত্তরপূর্ব দিল্লির সিলামপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ২০০০ মানুষ জড়ো জন, নাগরিকত্ব বিলের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর জন্য।

Advertisement
Advertisement

পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রথমে বিক্ষোভ শান্তিপূর্ণ ভাবে হলেও কিছুক্ষণ পরে বিক্ষোভ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া শুরু হয়। বিক্ষোভকারীরা কয়েকটি স্কুলবাসেও হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় ও লাঠিচার্জ করে পুলিশ।

Advertisement

আরও পড়ুন : নাগরিকত্ব আইন কার্যকরে স্থগিতাদেশ নয়, কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

এই ঘটনার পর থেকেই এলাকায় পুলিশি টহলদারী শুরু হয়। উত্তরপূর্ব দিল্লিতে কোনো বড় জমায়েত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৪৪ ধারা জারি হয়েছে পুরো এলাকা জুড়ে। এই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। পুলিশের তরফে জানানো হচ্ছে, পুরানো অপরাধে শামিল থাকা লোকেরাই এই ঘটনার সাথে জড়িত।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button