নিউজরাজ্য

৩০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, জানালেন শিক্ষামন্ত্রী

Advertisement
Advertisement

ফের স্কুল বন্ধের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য। আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী এদিন বলেছেন যে একদিকে করোনা পরিস্থিতি, তার উপর আবার আমফানের জন্য অনেক ক্ষতি হয়েছে। আটটি জেলাতে স্কুলের অবস্থা খুব ক্ষতিগ্রস্ত। এছাড়া পরিযায়ী শ্রমিকদের আইসোলেশনে রাখার জন্য স্কুল ব্যবহার করা হচ্ছে। তাই আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে।

Advertisement
Advertisement

এই নিয়ে চতুর্থবার স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হল। প্রথম দফায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, তার পর দ্বিতীয় দফাতে ১৫ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফাতে ১০ জুন পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবার চতুর্থবার এই মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। শিক্ষামন্ত্রী এদিন বলেন যে স্কুল শিক্ষা দফতর কিভাবে স্থানীয় শিক্ষকদের দিয়ে পড়ুয়াদের পড়াশুনা চালিয়ে যাওয়া যায় তার বিকল্প ব্যবস্থা ভাবছে। আর উচ্চশিক্ষার বিষয়টি কলেজ, বিশ্ববিদ্যালয়ের উপর তিনি ছেড়ে দিয়েছেন।

Advertisement

শিক্ষামন্ত্রী এদিন এটাও জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেবার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে। আমফানে যে ৮ টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে ১০৫৮ টি পরীক্ষা কেন্দ্র ছিল। যার মধ্যে ৪৭০ টি পরীক্ষা কেন্দ্র ক্ষত্রিগ্রস্থ হয়েছে। তাই সেগুলির বিকল্প কেন্দ্র বাছাই করার কাজ চলছে। প্রয়োজনে কলেজকেও কেন্দ্র হিসাবে নির্বাচন করা হতে পারে। তবে তিনি বেসরকারি স্কুল নিয়ে কিছু বলেননি। আপাতত ১০ জুন পর্যন্ত বেসরকারি স্কুল বন্ধ থাকবে। আর উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির জন্য যে তিন দিন টগিক করা হয়েছিল। সেই তিন দিনেই পরীক্ষা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button