ভাইরাল & ভিডিও

খালি গলায় দিদিমণি গাইলেন আশা ভোঁসলের গান, ফেসবুকে ভাইরাল হল ভিডিও

Advertisement
Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে (Asha Bhonsle)-র গান। তবে এই গান তাঁর কণ্ঠে নয়, শোনা গেল তাঁরই এক অনুরাগী স্কুলশিক্ষিকার কন্ঠে। স্কুলশিক্ষিকার নাম বিপাশা দাশ(Bipasha das)। তিনি চাকদহের বাসিন্দা।  বলিউডের ক্লাসিক ফিল্ম রেখা (Rekha) অভিনীত ‘উমরাও জান’-এর জনপ্রিয় গান ‘দিল চিজ কেয়া হ্যায়’ গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন বিপাশা। বিপাশার গায়কী, সুরের উপর দক্ষতা মুগ্ধ করেছে নেটিজেনদের। তবে আশা ভোঁসলের গায়কীর থেকে কিছুটা হলেও বিপাশার গায়কী আলাদা।

Advertisement
Advertisement

কিন্তু এসবের মাঝে উঠে এসেছে একটি প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় যে প্রোফাইল থেকে বিপাশা দাশ-এর গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি অন্য কেউ নন , রানাঘাটের রাণু মন্ডল (Ranu mondal) কে রাতারাতি লাইমলাইটে নিয়ে আসা অতীন্দ্র (Atindra)। রাণু মন্ডল বিখ্যাত হয়ে যাওয়ার পর অতীন্দ্র নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ট্যালেন্ট হান্টের আয়োজন করেছিলেন। এই ট্যালেন্ট হান্টের মাধ্যমে রাতারাতি শিরোনামে উঠে এসেছিলেন বালুরঘাটের রবীন্দ্রনগরের বাসিন্দা বনানী (Banani)। তবে বনানী রাণুর মতো অতটা লাইমলাইট কাড়তে পারেননি।  এবার অতীন্দ্রর নজরে রয়েছেন চাকদহের বিপাশা দাশ। অতীন্দ্র নিজেকে সোশ্যাল ওয়ার্কার হিসাবে পরিচয় দেন। কিন্তু অতীন্দ্রর কর্মকাণ্ড দেখে তাঁকে ইভেন্ট ম্যানেজার ছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। তবে এটুকু বলা যায়, অতীন্দ্রর পরিচয় ক্রমশ প্রকাশ্য।

Advertisement

সম্প্রতি রাণু মন্ডলের ‘মেন্টর’ অতীন্দ্র একটি ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে রাণু মন্ডলকে বলতে শোনা গিয়েছিল, পরিচালক ধীরাজ মিশ্র(Dhiraj misra)-র  প্রথম রোম্যান্টিক ফিল্ম ‘সীতামগর’ এবং ভারতের স্বাধীনতাযুদ্ধ নিয়ে তৈরী ফিল্ম ‘সরোজিনী’-র কিছু গান গাইবেন রাণু মন্ডল। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়েছে।  নেটিজেনরা অনেকেই রাণু মন্ডলকে  কটাক্ষ করে মানসিক রোগী বলেছেন।  আবার অনেকেই অতীন্দ্রকে বলেছেন, লকডাউনের সময় রাণু মন্ডল যখন খেতে পাচ্ছিলেন না, তখন কোথায় ছিলেন অতীন্দ্র। তবে অতীন্দ্র এই প্রশ্নের কোনো উত্তর দেননি।

Advertisement
Advertisement

Advertisement

Related Articles

Back to top button