নিউজরাজ্য

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করল ২০২১ উচ্চমাধ্যমিকের সূচি, পরীক্ষা শুরু ১৫ জুন থেকে

Advertisement
Advertisement

করোনাভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে পরবর্তী বছরে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে তা নিয়ে দ্বন্দ্বে ছিল অনেকেই। গতকালই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল নির্বাচনের আগে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কোন সম্ভাবনা নেই। পরীক্ষা পিছাবে। তারপর ২৪ ঘন্টা অতিক্রান্ত হওয়ার আগেই ঘোষণা করা হল ২০২১ উচ্চমাধ্যমিকের পরীক্ষা নির্ঘণ্ট। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement
Advertisement

এবারের উচ্চ মাধ্যমিক সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১৫ জুন থেকে। সেই পরীক্ষা চলবে ৩০ জুন অব্দি। সংসদের তরফ থেকে জানানো হয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা করোনা বিধি মেনে অফলাইনে পরীক্ষা কেন্দ্রে গিয়ে খাতায়-কলমে হবে। প্রতিদিন একটি করে পরীক্ষা থাকবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ৩ ঘন্টা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর আগেই সেরে ফেলা হবে সমস্ত প্র্যাক্টিকাল পরীক্ষা। জানা গিয়েছে আগামী বছরের ১০ মার্চ থেকে শুরু হবে প্রাকটিক্যাল পরীক্ষা। সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা চলবে ৩০ মার্চ অব্দি। তারপর প্রত্যেকটি স্কুলকে ২০ এপ্রিলের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলাফল বোর্ডে জমা করতে হবে।

Advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত সূচি:

Advertisement
Advertisement

উচ্চমাধ্যমিকের সঙ্গেই ১৫ জুন থেকে শুরু হচ্ছে একাদশের বার্ষিক পরীক্ষা। একাদশীর পরীক্ষা চলবে ৩ জুলাই অব্দি। এছাড়া এর আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছিল করোনা পরিস্থিতি ও বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১ জুন থেকে। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। যদিও এখনও অব্দি মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিকের সূচি প্রকাশ করেনি।

Advertisement

Related Articles

Back to top button