ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI শুরু করে দিল এই দারুন পরিষেবা, Google Pay, PhonePe, Paytm সবাই সরে যাবে পিছনে

এই সুবিধা শুরু করার মাধ্যমে ভারতের সবথেকে বড় ডিজিটাল পেমেন্ট অ্যাপ হয়ে উঠতে পারে SBI YONO

Advertisement
Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ডিজিটাল ব্যাংকিং প্লাটফর্ম Yono এখন ভারতীয়দের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। Google Pay, PhonePe, ও Paytm এর মতো ডিজিটাল পেমেন্ট এপ্লিকেশনের জন্য একটা বড় চ্যালেঞ্জার হয়ে উঠতে পারে এসবিআই এর YONO। সম্প্রতি এই অ্যাপে এমন একটি পরিষেবা চালু হয়েছে যার কারণে,ভারতের অন্যান্য পেমেন্ট এপ্লিকেশনগুলির ব্যবসা লাটে উঠে যেতে পারে। খুব শীঘ্রই এসবিআই ভারতের বৃহত্তম ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। খুব শীঘ্রই এই Yono অ্যাপের মাধ্যমে যারা এসবিআই গ্রাহক নন তারাও ইউপিআই ব্যবহার করতে পারবেন। আপনার কাছে যদি এসবিআই অ্যাকাউন্ট না থাকে তাহলেও আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারবেন। অন্য কোন সরকারি বা বেসরকারি ব্যাংকে আপনার একাউন্ট থাকলে তাহলেও YONO অ্যাপে UPI পেমেন্টের জন্য নিজেকে রেজিস্টার করতে পারবেন আপনি। চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

সম্প্রতি UPI পেমেন্ট সিস্টেমকে আরো সহজ করতে YONO অ্যাপে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে কিউআর কোড স্ক্যান করে অর্থ প্রদান করার মত সুবিধা। এছাড়াও ফোনের কন্টাক্ট লিস্টে থাকা অন্যান্য ব্যক্তিদের আপনি টাকা পাঠাতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে। পাশাপাশি আপনি তাদের কাছে মানি অর্ডার করতে পারবেন। এসবিআই এই মাসের শুরুতে YONO অ্যাপের একটি নতুন ভার্সন নিয়ে এসেছিল। সেখানেই এই সমস্ত সুবিধা দেওয়া হচ্ছে। এই অ্যাপ আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোর এবং আইফোনের অ্যাপ স্টোরে। এসবিআই এর এই পরিষেবা ভারতের অন্যান্য জনপ্রিয় পেমেন্ট সংস্থাগুলিকে সমস্যায় ফেলতে পারে।

Advertisement

কিভাবে আপনি YONO অ্যাপের মাধ্যমে ইউপিআই পেমেন্ট করবেন?

Advertisement
Advertisement

১. আপনার কাছে যদি এসবিআই একাউন্ট না থাকে, তাহলেও আপনি এই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে YONO অ্যাপটি কে ডাউনলোড করতে হবে।

২. এরপরে আপনাকে নিউ টু এসবিআই বিকল্পের ঠিক নিচে, রেজিস্টার নাও অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনার কাছে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন। সেখান থেকেই আপনাকে UPI পেমেন্ট করতে হলে রেজিস্টারে ক্লিক করতে হবে।

৪. এরপরে আপনাকে আপনার ফোনের সিম বেছে নিতে হবে যা আপনার ব্যাংক একাউন্টের সাথে যুক্ত রয়েছে।

৫. এরপর আপনাকে আপনার নম্বরটি যাচাই করতে হবে যার জন্য আপনার নির্বাচিত নম্বর থেকে একটি এসএমএস পাঠানো হবে একটি নির্দিষ্ট নম্বরে। তবে হ্যাঁ এস এম এস এর জন্য আপনাকে কিন্তু স্বাভাবিক চার্জ দিতে হতে পারে।

৬. এরপরে আপনাকে নম্বর যাচাই করার পর ইউপিআই আইডি তৈরি করতে হবে। এর জন্য আপনি প্রথমে আপনার ব্যাংক বেছে নিন। এরপর আপনার ইউপিআই আইডি তৈরি হবে এবং YONO অ্যাপের সাথে আপনার ব্যাংক একাউন্ট লিংক হয়ে যাবে।

৭. আপনি উপরের দিকে আপনার ব্যাংক একাউন্ট নম্বর দেখতে পাবেন এবং তারপর YONO অ্যাপ এ তিনটি ইউপিআই আইডি অপশন পাবেন যার মধ্যে একটি আপনাকে বেছে নিতে হবে। তাহলেই আপনি রেজিস্টার হয়ে যাবেন YONO অ্যাপে।

৮. রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে কিউআর কোড স্ক্যান করে টাকা দিতে বলা হবে। তবে এই অ্যাপ্লিকেশন যদি আপনাকে চালাতে হয় তাহলে আগে থেকে একটি MPIN আপনাকে তৈরি করতে হবে।

Advertisement

Related Articles

Back to top button