ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

নতুন নিয়মে টাকা তোলার আগে এই ৫ প্রক্রিয়া সম্বন্ধে জেনে যান, নাহলে বিপদে পড়তে পারেন

Advertisement
Advertisement

ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) সম্প্রতি ঘোষণা করেছে যে ২০২০ সালের ১লা জানুয়ারি থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য ওটিপি ভিত্তিক টাকা তোলার ব্যবস্থা প্রবর্তন করবে। এটিএম জালিয়াতি থেকে গ্রাহকদের রক্ষা করাই এর মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement

ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুসারে, ওটিপি-ভিত্তিক এটিএম থেকে টাকা তোলার ব্যবস্থাটি ২০২০ সালের ১লা জানুয়ারী সমস্ত এসবিআই এটিএম জুড়ে সক্রিয় হয়ে যাবে এবং এটি রাত ৮ টা থেকে সকাল ৮টা পর্যন্ত চালু থাকবে। ব্যাংকের তরফে টুইট করে বলা হয়েছে, ‘এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহকদের সুরক্ষা দিতে নতুন ওটিপি ভিত্তিক ব্যবস্থা চালু করা হলো। এই নতুন সুরক্ষা ব্যবস্থা ২০২০ সালের প্রথমদিন থেকেই সমস্ত এসবিআই এটিএমগুলিতে কার্যকর হবে।’

Advertisement

আরও পড়ুন : দেশের অর্থনীতির বেহাল দশা, রিজার্ভ ব্যাংকের ঘোষণার পর বৈঠকে বসতে চলেছেন অর্থমন্ত্রী

Advertisement
Advertisement

এসবিআইয়ের এই নতুন ওটিপি-ভিত্তিক টাকা তোলার সুবিধা ১০,০০০ টাকার উপরে লেনদেনের জন্য প্রযোজ্য হবে। এসবিআই এর তরফে সমস্ত গ্রাহককে তাদের মোবাইল নম্বরগুলি আপডেট করার জন্য অনুরোধ করেছে।

নতুন টাকা তোলার নিয়ম সম্পর্কে যেগুলো জানতে হবে দেখে নিন:

  • ওটিপি গ্রাহকের যে মোবাইল নম্বর ব্যাংকের সাথে সংযুক্ত আছে সেখানে যাবে। তাই মোবাইল নম্বরটি আপডেট করিয়ে রাখুন।
  • এসবিআই এর এটিএম থেকে টাকা তোলার এই সুবিধাটির জন্য বর্তমান টাকা তোলার প্রক্রিয়ায় কোনও বড় পরিবর্তন হবে না।
  • এই সুবিধাটি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবেনা। শুধুমাত্র স্টেট ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
  • এই প্রক্রিয়ায় গ্রাহক যে পরিমাণ টাকা তুলতে চান তা প্রবেশ করালেই এটিএম স্ক্রিনটি ওটিপি স্ক্রিনটি দেখাবে।
  • গ্রাহকদের মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপিটি প্রবেশ করালেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
Advertisement

Related Articles

Back to top button