নিজস্ব সংবাদদাতা: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। কমলো সুদের হার। যেকোন ধরনের ঋণে সুদের হার কমানো হল বলে জানাল এসবিআই। রিজার্ভ ব্যাংকের ঘোষণার সঙ্গে সঙ্গেই কমানো হল এই সুদের হার।
তহবিল সংগ্রহের ভিত্তিতে যে ঋণ দেওয়া হয়ে থাকে অর্থাৎ MCLR-এ এক বছরে ১৫ বেসিস পয়েন্ট কমানো হল। আগের ৮.৪০ শতাংশ থেকে কমিয়ে বর্তমানে ৮.২৫ শতাংশ করা হল। যার ফলে কমতে চলেছে গাড়ি ও বাড়ির ঋণের সুদ। সুদ পরিবর্তনের এই নতুন কাঠামো লাগু হবে আগামী ১০ আগস্ট ২০১৯ থেকে। অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম সোমবার থেকে আরও কম সুদে গাড়ি ও বাড়ির জন্য ঋণ গ্রহণ করতে পারবেন এসবিআই গ্রাহকরা।
এই নিয়ে টানা চারবার, ফের রেপো রেট কমালো রিজার্ভ ব্যাংক। গত নয় বছরে যা সর্বনিম্ন। চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাসও কমালো আরবিআই।
আর্থিক নীতি নির্ধারণ কমিটির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর শক্তিকান্ত দাস ৩৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা ঘোষণা করেন ৷ যার ফলে বর্তমানে রেপো রেট ৫.৪০ শতাংশ হল৷ রিভার্স রেপো রেটও কমে হল ৫.১৫ শতাংশ ৷