খেলাক্রিকেট

WTC Final 2023: IPL-এ ধ্বংসাত্বক পারফরমেন্স, WTC-র ফাইনালেই জাতীয় দলে অভিষেক হতে চলেছে ভারতীয় এই ক্রিকেটারের

যদি ভারতের এই তরুণ ক্রিকেটারের দুর্দান্ত ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে তিনি ৩৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭৯.৬৫ গড়ে মোট ৩,৫০৫ রান করেছেন।

Advertisement
Advertisement

আইপিএলের ১৬তম মেগা আসরের লড়াই বর্তমানে জমে উঠেছে। প্রত্যেকটি দল সেরা চারে পৌঁছানোর যুদ্ধে জীবন বাজি রেখে লড়ছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে চলতি আইপিএলের ফাইনাল ম্যাচের দিনক্ষণ ঘোষণা করাও হয়েছে। তবে আইপিএলের মেগা আসর সমাপ্তি হওয়ার পূর্বে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে পরিকল্পনা শুরু করেছে বিসিসিআই। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট দলের একাধিক তারকা ক্রিকেটার চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেছেন। বিষয়টি আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য।

Advertisement
Advertisement

আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামী ৭ই জুন ইংল্যান্ডের ওভালে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেই দলে থাকা তারকা ক্রিকেটার কে এল রাহুলের চোট দুশ্চিন্তায় ফেলেছে বিরাট কোহলিদের। এমন পরিস্থিতিতে ভারতীয় দলে কে এল রাহুলের বিকল্প হবেন কোন ক্রিকেটার তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।

Advertisement

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, সরফরাজ খান, রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান, মুকেশ কুমার এবং নভদীপ সাইনিকে ডব্লিউটিসি ফাইনালের জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, জাতীয় দলে কে এল রাহুলের অনুপস্থিতিতে সেরা একাদশে বেছে নেওয়া হতে পারে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে থাকা সরফরাজ খানকে। যিনি সম্প্রতি প্রথম শ্রেণীর ক্রিকেটে বিধ্বংসী পারফরমেন্স করে জায়গা করে নিয়েছেন সংবাদ মাধ্যমের শিরোনামে।

Advertisement
Advertisement

যদি ভারতের এই তরুণ ক্রিকেটারের দুর্দান্ত ক্যারিয়ার সম্পর্কে বলি, তবে তিনি ৩৭টি প্রথম শ্রেণীর ম্যাচে ৭৯.৬৫ গড়ে মোট ৩,৫০৫ রান করেছেন। যেখানে তিনি ১৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ সেঞ্চুরি করেছেন। পাশাপাশি ভারতের লিস্ট-এ ক্রিকেটেও তার ভালো পরিসংখ্যান রয়েছে। এখন পর্যন্ত ২৬ ম্যাচে তিনি ২টি সেঞ্চুরি সহ মোট ৪৬৯ রান করেছেন।

Advertisement

Related Articles

Back to top button