খেলাক্রিকেট

IPL 2022 Final: ব্যর্থ রাজস্থান, মেগা আইপিএলের শিরোপা ঘরে তুললেন হার্দিক পান্ডিয়া

মেগা ফাইনালে শুভমান গিল ব্যক্তিগত ৪৫* এবং ডেভিড মিলার ব্যক্তিগত ৩২* রানের ইনিংস খেলেন।

Advertisement
Advertisement

সবাইকে অবাক করে দিয়ে আইপিএলের শিরোপা ঘরে তুললেন হার্দিক পান্ডিয়া! চলতি আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে খেলার সুযোগ পেয়েছিল গুজরাট টাইটান্স। পান্ডিয়ার উপর নেতৃত্ব চাপিয়ে ২২ গজে সেরা হওয়ার লড়াইয়ে নেমে পড়ে গুজরাট। আইপিএলের মেগা আসর শুরু হতেই প্রত্যেকের নজর ছিল নতুন দলটির ওপর। তবে প্রত্যাশার বাইরে পারফরম্যান্স করে অবশেষে আইপিএলের ১৫তম আসরের শিরোপা নিজেদের নামে করে নিল গুজরাট টাইটান্স।

Advertisement
Advertisement

আইপিএলের মেগা আসরে গ্রুপ পর্যায়ে দুর্দান্ত পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছিল হার্দিক পান্ডিয়ার দল গুজরাট। প্রথম কোয়ার্টার ফাইনালে রাজস্থানকেই পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল হার্দিক পান্ডিয়ারা। ঘুরেফিরে মেগা ফাইনালে ফের রাজস্থানের বিরুদ্ধে ২২ গজের লড়াইতে বাজিমাত করলো গুজরাট।

Advertisement

গতকাল আইপিএলের মেগা ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে প্রথম উইকেটের পতন ঘটটেই রীতিমতো দিশেহারা হয়ে পড়ে চাম্পিয়ান রাজস্থান। দলের হয়ে জস বাটলার সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন। তাছাড়া যশস্বী জাসওয়াল ব্যক্তিগত ২২ রান করেন। নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩০ রান সংগ্রহ করতে সক্ষম হয় রাজস্থান। অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাত্র ১৭ রানের বিনিময়ে মূল্যবান ৩ উইকেট দখল করেন।

Advertisement
Advertisement

১৩১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন ঋদ্ধিমান সাহা। তবে এক প্রান্তিক উইকেট আগলে রাখেন শুভমান গিল। বোলিং এর সাথে সাথে মিডিল অর্ডারে ব্যাটিং করতে এসে ৩৪ রানের ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তাছাড়া মেগা ফাইনালে শুভমান গিল ব্যক্তিগত ৪৫* এবং ডেভিড মিলার ব্যক্তিগত ৩২* রানের ইনিংস খেলেন। ফলশ্রুতিতে ১১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট টাইটান্স।

Advertisement

Related Articles

Back to top button