ক্রিকেটখেলা

লকডাউনে মেয়ের বানানো রেসিপি চেটেপুটে খেলেন শচীন তেন্ডুলকর

Advertisement
Advertisement

মুবাই : করোনা ভাইরাস অতিমারীর জন্য সারা দেশে লকডাউন বেড়ে ১৭ মে পর্যন্ত হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মতোই তারকারাও রয়েছেন গৃহবন্দি অবস্থাতে। খেলোয়াড়রাও ব্যস্ত সিডিউলে পরিবারকে সময় দিতে পারেন না কিন্তু সেই খামতি এখন মিটিয়ে নিচ্ছেন। ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পরিবারের সঙ্গে হয়তো এতটা সময় আগে কোনোদিন কাটানো শচীন রমেশ তেন্ডুলকর। তিনি ছাড়াও অন্যান্য ক্রিকেটাররাও যে সময়টি বেশ উপভোগ করছেন তা তাদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টগুলি দেখলেই বোঝা যাচ্ছে।

Advertisement
Advertisement

সকলেই এখন বাড়ির মধ্যে থাকায় নিত্যনতুন রেসিপি বানাচ্ছেন অনেকেই। গতকাল সন্ধ্যায় শচীন তেন্ডুলকর তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কন্যা সারা তেন্ডুলকরের বানানো বিটরুট কাবাব এর একটি ছবি অনুগামীদের সঙ্গে ভাগ করে নেন। কাবাবের ছবি শেয়ার করে প্রাক্তন এই কিংবদন্তি ক্যাপশন দিয়েছেন, “মাত্র ৬০ সেকেন্ডেই শেষ।” অর্থাৎ প্লেট ভর্তি এই কাবাব খেতে তিনি মাত্র ৬০ সেকেন্ড সময় নিয়েছেন। এর পাশাপাশি তিনি এরকম সুন্দর একটি কাবাব বানানোর জন্য কন্যা সারাকে ধন্যবাদ দিয়েছেন। এই ছবি শেয়ার করার পর থেকেই অনুরাগীরা তেন্ডুলকরের কমেন্ট বক্সে বার্তা পাঠাতে থাকেন।

Advertisement

 

View this post on Instagram

 

Gone in 60 seconds! ? Thanks for the fabulous beetroot kebabs @saratendulkar

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

Advertisement
Advertisement

এরআগে তেন্ডুলকর লকডাউন শুরুর সময় গুলিতে সাধারণ মানুষকে সতর্কবার্তা পাঠিয়েছিলেন ভিডিও এর মাধ্যমে। তারপর একটি ছবিতে দেখা গিয়েছিল তিনি নিজেই নিজের চুল কাটছেন। কয়েকদিন আগেই তিনি এ দিনের মতোই মেয়ের বানানো তাব্বুলিহ কাবাবের ছবি শেয়ার করেছিলেন। সেখানে ক্যাপশন দিয়েছিলেন, “নাম উচ্চারণ করার আগেই প্লেট খালি হয়ে গেছে।” এর পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্র মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ অনুদান দিয়েছেন এবং মুম্বাইয়ে ৫০০০ জনের খাবারের ব্যবস্থাও করেছেন তিনি।

Advertisement

Related Articles

Back to top button