খেলাক্রিকেট

Arjun Tendulkar: অভিষেক ম্যাচে অর্জুনের সেঞ্চুরি দেখে আবেগাপ্লুত সারা টেন্ডুলকার, ইনস্টাগ্রামে লিখলেন এই কথা

অভিষেক ম্যাচে শত রানের ইনিংস খেলার পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন শচীন কন্যা সারা টেন্ডুলকার। ভাইয়ের কৃতিত্বে অতি উৎসাহিত হয়ে নিজের ইনস্টাগ্রামে বিষয়টি শেয়ার করেছেন তিনি।

Advertisement
Advertisement

ভারতীয় ক্রিকেটের ৩৪ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারের পুত্র অর্জুন। এদিন তিনি অভিষেক ম্যাচে পিতার রেকর্ড স্পর্শ করেছেন। অলরাউন্ডার হিসেবে ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে শত রানের ইনিংস খেলে বিস্ময়কর এই রেকর্ড গড়েছেন তিনি। এদিন রাজস্থানের বিরুদ্ধে গোয়ার জার্সিতে ১২০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন শচীন পুত্র অর্জুন টেন্ডুলকার। আর এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় অর্জুন টেন্ডুলকারকে নিয়ে জমকালো প্রশংসায় মেতেছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
Advertisement

ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার এই কার্য করে দেখিয়েছিলেন। মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত শত রানের ইনিংস খেলে এই রেকর্ড গড়েছিলেন শচীন টেন্ডুলকার। এবার সেই রেকর্ড পুনরাবৃত্তি ঘটিয়েছেন ২৩ বছর বয়সী অর্জুন টেন্ডুলকার। এদিন রাজস্থানের বিরুদ্ধে ১৭৮ বল মোকাবেলা করে প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম শত রানের ইনিংস খেলেন অর্জুন টেন্ডুলকার। ১২০ রানের এই লম্বা ইনিংসে ১৬টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি।

Advertisement

Advertisement
Advertisement

এদিকে অভিষেক ম্যাচে শত রানের ইনিংস খেলার পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন শচীন কন্যা সারা টেন্ডুলকার। ভাইয়ের কৃতিত্বে অতি উৎসাহিত হয়ে নিজের ইনস্টাগ্রামে বিষয়টি শেয়ার করেছেন তিনি। এদিন সারা টেন্ডুলকার নিজের ইনস্টাগ্রামে ভাইয়ের কৃতিত্বে লেখেন,” তোমার সমস্ত পরিশ্রম ধীরে ধীরে ফল পেতে শুরু করেছে। তোমার বোন হতে পেরে আমি সত্যি গর্বিত।”

অর্জুনের উদ্দেশ্যে বোনের এমন বার্তা প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আপনাদের জানিয়ে রাখি, ২৩ বছর বয়সী অর্জুন টেন্ডুলকারকে বিগত দুই মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের শিবিরে ধরে রেখেছিল। তবে আসন্ন আইপিএলের আগে তাকে রিলিজ করেছে মুম্বাই শিবির। ভারতীয় প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত সাফল্যের পর ক্রিকেটপ্রেমীরা মনে করছেন খুব শীঘ্রই অন্য দলের জার্সিতে আইপিএলে অভিষেক হতে পারে অর্জুন টেন্ডুলকারের।

Advertisement

Related Articles

Back to top button