খেলাক্রিকেট

WI Vs SA T20: ৩৮.৫ ওভারে ৫১৭ রান! T20 ক্রিকেটে ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারালো দক্ষিণ আফ্রিকা

প্রথমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রানের বিশাল পাহাড় গড়ে।

×
Advertisement

ক্রিকেটের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা হলো আরও একটি নতুন অধ্যায়। গতকাল সেঞ্চুরিয়ানের সবুজ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়লো দক্ষিণ আফ্রিকা। শুধু একটি নয়, এক ম্যাচে তৈরি হলো একাধিক রেকর্ড। বলতে গেলে অবিশ্বাস্য এক ঐতিহাসিক ম্যাচের সাক্ষী থাকলো গোটা বিশ্ব। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements
Advertisement

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ানে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়ারা। প্রথমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৮ রানের বিশাল পাহাড় গড়ে। বিশাল এই রানের পাহাড় দেখে ক্রিকেটপ্রেমীরা সহজেই অনুমান করে নিয়েছিলেন, ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জনক ভাবে হারবে দক্ষিণ আফ্রিকা।

Advertisements

তবে কিছু সময় অতিক্রম হতেই ক্রিকেটপ্রেমীদের ধারণা ভুল প্রমাণ করতে শুরু করে প্রোটিয়ারা। ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডি কক মাত্র ৪৩ বলে ১০০ রানের ইনিংস খেলেন। দশ ওভার শেষ হতে না হতেই প্রোটিয়াদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় ১৪৭ রানে! বাকি থাকা ১১১ রান সংগ্রহ করতে বেশি বেগ পেতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় প্রোটিয়ারা। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, গত কালকের ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কোন কোন রেকর্ড সৃষ্টি হল-

Advertisements
Advertisement

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে আজ পর্যন্ত দুই ইনিংস মিলিয়ে কখনো ৫১৭ রান সংগ্রহ করতে পারেনি কোনো দল। পাশাপাশি আজ পর্যন্ত কোন দল ২৫৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করতে পারেনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ রান (১৪৭) সংগ্রহ করার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। তাছাড়া বিশ্বের প্রথম দল হিসেবে ১৩.৫ ওভারে ২০০ রান সংগ্রহ করার রেকর্ড গড়েছে প্রোটিয়ারা। এর পাশাপাশি এক ইনিংসে সব চেয়ে বেশি ছক্কা (৩৫) মারার রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা।

Related Articles

Back to top button