টেক বার্তা

Royal Enfield এর আপকামিং বাইক আলোড়ন সৃষ্টি করবে, কেউ টিকতে পারবে না

Advertisement
Advertisement

এই মুহূর্তে ভারতের বাজারে ক্রুজার বাইকের চাহিদা দিনের পর দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের বাইক প্রেমীদের কাছে প্রথম পছন্দের গাড়ি হয়ে উঠেছে একটি ক্রুজার বাইক। আর তরুণদের এই চাহিদা পূরণ করতে Royal Enfield চলতি বছর একাধিক নতুন মডেলের চোখ ধাঁধানো বাইক লঞ্চ করতে চলূ। যে বাইক গুলোর অত্যাধুনিক বৈশিষ্ট্য দেখলে অবাক হবেন আপনিও। দেখুন তালিকা-

Advertisement
Advertisement

১. Royal Enfield Himalayan 450cc: এর পরে এই লিস্টে রয়েছে সবার প্রিয় Royal Enfield Himalayan 450cc। যদিও এটি এখনও ভারতের বাজারে লঞ্চ করা হয়নি। তবে খুব শীঘ্রই ভারতীয় বাজারে এটি এর কারিশমা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আপনাদের বলি, এটি অ্যাডভেঞ্চার ভ্রমনের জন্য একটি বেশ আরামদায়ক বাইক। যার দাম 2.11 লক্ষ টাকা থেকে শুরু হবে বলে অনুমান করা যাচ্ছে৷

Advertisement

Advertisement
Advertisement

২. Royal Enfield Bobber 650cc: প্রথমেই যদি দুর্দান্ত এই বাইকের শক্তিশালী ইঞ্জিনের কথা বলি, সেক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নতুন বাইকে একটি 648cc-র ডাবল সিলিন্ডার ইঞ্জিন দেখা যাবে। যা সর্বোচ্চ 7250rpm শক্তি সরবরাহ করতে সক্ষম হবে। যদি গাড়িটির দামের কথা বলি, তবে এর শোরুম মূল্য 3.2 লাখ থেকে 3.7 লাখ টাকা পর্যন্ত হতে পারে।

৩. Royal Enfield Roadster 650cc: আগামী বছরের শুরুতে ভারতের বাজারে লঞ্চ করা হতে পারে রয়েল এনফিল্ডের এই শক্তিশালী বাইকটি। 648cc-র শক্তিশালী ইঞ্জিন সহ বাইকটি বাজারে উপলব্ধ হবে বলে মনে করা হচ্ছে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে 3.5 লাখ টাকার কাছাকাছি হতে পারে এর শোরুম মূল্য।

Advertisement

Related Articles

Back to top button