টেক বার্তা

খুব শীঘ্রই বাজারে আসছে Royal Enfield কোম্পানির দুটি নতুন বাইক, জানুন দাম কত হবে

এবছর কালীপুজোর আগেই এই বাইক মার্কেটে আসতে পারে বলে মনে করা হচ্ছে

Advertisement
Advertisement

ভারতীয় বাজারে সবথেকে জনপ্রিয় কয়েকটি বাইকের মধ্যে একটি হল রয়েল এনফিল্ড। কিছুদিন আগে এই রয়েল এনফিল্ড কোম্পানিটি ৩৫০ সিসি ইঞ্জিন যুক্ত তাদের নতুন বাইক মার্কেটে নিয়ে এসেছিল। তবে এবারে তারা মাঠে নামছে নিজের বিখ্যাত বাইক রয়েল এনফিল্ড হিমালয়ানকে নিয়ে। যে নতুন হিমালয়ান বাইক মার্কেটে আসবে, সেই বাইকে ব্যবহার করা হবে ৪৫০ সিসি ইঞ্জিন। এর সাথেই ভারতীয় বাজারে আরো একটি বাইক নিয়ে আসবে রয়েল এনফিল্ড যার ইঞ্জিন ক্ষমতা থাকবে ৬৫০ সিসি। এই নতুন বাইকটির নাম দেওয়া হয়েছে Super Meteor। ইতিমধ্যেই এই দুটি নতুন বাইকের টেস্টিং শুরু হয়ে গেছে এবং রয়েল এনফিল্ড এই দুটি বাইকের কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে।

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি রয়াল এনফিল্ড কোম্পানির বিখ্যাত হিমালয়ান অ্যাডভেঞ্চার বাইকটি ৪১১ সিসি ক্ষমতা বিশিষ্ট একটি বাইক এবং এই বাইকটি পাহাড়ে ওঠার জন্য একেবারে পারফেক্ট বলা চলে। যারা একটু পাহাড়ে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই বাইকটি একদম ঠিকঠাক এবং এই বাইকটির দামও সাধ্যের মধ্যে। তবে এবারে এই বাইকের একটি আপডেটেড ভার্সন ভারতে লঞ্চ হতে চলেছে। সেই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন ৪৫০ সিসি ইঞ্জিন। রয়েল এনফিল্ড কোম্পানিটি তাদের নতুন K1 প্ল্যাটফর্মের উপরে এই বাইক তৈরি করতে চলেছে। এই বাইকে ব্যবহার করা হবে ৪৫০ সিসি লিকুইড কুল টেকনোলজি বিশিষ্ট ইঞ্জিন, যেখানে আপনারা পেয়ে যাবেন কিছু অত্যাধুনিক ফিচার।

Advertisement

এই বাইকে আপনারা ২১ ইঞ্চির ফ্রন্ট হুইল এবং ১৭ ইঞ্চি রিয়ার হুইল পেয়ে যাবেন। এছাড়াও লুকস এবং ফিচারের দিক থেকে এই বাইকটি আপনাদের নজর কাড়তে সক্ষম। এই বাইকে আপনারা পেয়ে যাবেন বড় ফুয়েল ট্যাঙ্ক, ছোট উইন্ডশিল্ড, টিউবলেস টায়ার, স্পোক হুইল, সিঙ্গেল সিট, ফ্ল্যাট হ্যান্ডেল বার এবং ট্রিপল নেভিগেশন সিস্টেম।

Advertisement
Advertisement

অন্যদিকে এবছরের দিওয়ালির আগেই ভারতের লঞ্চ হতে চলেছে রয়েল এনফিল্ড কোম্পানির নতুন শক্তিশালী ক্রুসের বাইক ইন্টারসেপটার ৬৫০ এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০। এই ভাইকে আপনারা পাবেন রাউন্ড হেডলাইট, রাউন্ড টেললাইট, বড় উইন্ডশিল্ড, ১৯ ইঞ্চির ফ্রন্ট হুইল, ১৭ ইঞ্চির রিয়ার হুইল, বড় ইঞ্জিন কনসোল, অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন, দারুন গিয়ার বক্স, আরামদায়ক সিট এবং লাগেজ ক্যারিয়ার। এছাড়াও স্মার্টফোন কানেক্টিভিটি এবং ট্রিপল নেভিগেশন সিস্টেম এই বাইকে থাকছে।

Advertisement

Related Articles

Back to top button