টেক বার্তা

ভারতে আসতে চলেছে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক, জানুন কবে আসছে

এই বাইকে আপনারা পাবেন একাধিক অত্যাধুনিক ফিচারের সম্ভার

Advertisement
Advertisement

ভারতের অন্যতম বড় কিছু মার্কেটের মধ্যে একটি হল বাইক এবং স্কুটারের মার্কেট। এই মুহূর্তে ভারতের সবথেকে বেশি জনপ্রিয় বাইকের ব্র্যান্ডের মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড। এই কোম্পানির বুলেট বাইক সব সময় অত্যন্ত আকর্ষণীয় এবং জনপ্রিয় হয়। এই কোম্পানিটি যথেষ্ট পুরনো কোম্পানি হলেও এখনও তার নতুন সমস্ত বাইক ভারতীয় গ্রাহকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। সকলের কাছেই এই কোম্পানির বাইক বেশ আকর্ষণীয় এবং এই সমস্ত বাইকে আপনারা পেয়ে যান নানা রকম নিত্য নতুন ফিচার।

Advertisement
Advertisement

এই মুহৃতে একাধিক কোম্পানি বাজারে নিয়ে আস্তে শুরু করে দিয়েছে তাদের ইলেকট্রিক বাইক এবং স্কুটার। অন্যদিকে টিভিএস, এবং অন্যান্য কোম্পানির মত এবারে এই মার্কেটে আসতে চলেছে খোদ রয়েল এনফিল্ড। এই কোম্পানির সিইও বনদ দসারি নিজেই জানিয়েছেন, এবারে ২০২২ সালে এই ইলেকট্রিক বাইক সেগমেন্টে প্রবেশ করতে চলেছে রয়েল এনফিল্ড। নিজেদের বার্ষিক রিপোর্টে কোম্পানি জানিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে ইলেকট্রিক বাইক এবং স্কুটারের ওপরে কাজ করা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে এথার এবং টিভিএস এর মত কোম্পানি তাদের একাধিক বাইকের ওপরে কাজ করা শুরু করে দিয়েছে। তাই এই সেগমেন্টে এবারে কাজ করছে বুলেটের কোম্পানি।

Advertisement

জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই বাইকের প্রোটোটাইপ তৈরি হয়ে গেছে এবং এই মুহূর্তে এই বাইক প্রায় তৈরির প্রথম দিকে আছে। চেন্নাই আধারিত একটি কোম্পানি এই বাইকের ভারতীয় ইলেকট্রিক প্রোটোটাইপ তৈরি করার কাজ করছে এই মুহূর্তে। এই বাইকের সাথে কিছু লেটেস্ট ফিচার দেওয়া হবে যা সাধারণ বুলেট বাইকেও পাওয়া যায়।

Advertisement
Advertisement

প্রথমে এই রয়েল এনফিল্ড কোম্পানির ইউকে স্থিত শাখা এই বাইকের প্রোটোটাইপ তৈরি পুরোপুরি শেষ করবে। তারপরেই কিন্তু তাদের এই নতুন বাইক ভারতে আসার কোনো সম্ভাবনা আছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৩ এর মাঝামাঝি কিংবা শেষ নাগাদ এই বাইক তৈরি করার কাজ শেষ হবে এবং এই সময় নাগাদ এই বাইকে মার্কেটে আসতে পারে। তবে ভারতে আসতে এই বাইকের আরো কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। তবে জানিয়ে রাখি, এখনো কিন্তু এই বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে কিছুই জানা যায়নি।

Advertisement

Related Articles

Back to top button