টেক বার্তা

নতুন বছরের আগে নতুন চমক, ভারতের বাজারে আসছে Royal Enfield এর নতুন Shotgun 650

আর কিছুদিনের মধ্যেই ভারতের বাজারে আসবে এই বাইক

Advertisement
Advertisement

৬৫০ সিসি বাইকের রেঞ্জে এবারে নতুন করে পোর্টফোলিও সাজাচ্ছে ভারতের সবথেকে জনপ্রিয় বাইকের কম্পানি রয়েল এনফিল্ড। ইতিমধ্যেই এই সেগ্মেন্টে রয়েল এনফিল্ডের তিনটি ৬৫০ সিসি বাইক রয়েছে। এই তিনটি বাইক হল যথাক্রমে INTERCEPTOR 650, CONTINENTAL GT 650, ও SUPER METEOR 650। প্রিমিয়াম সেগমেন্টের এই বাইক গুলি ভারতের বাজারে বেশ জনপ্রিয়। আর তারই মাঝে এবারে আরো একটি স্পেশাল এডিশন বাইক লঞ্চ করেছে রয়েল এনফিল্ড। গোয়াতে অনুষ্ঠিত মোটোভার্স ইভেন্টে এই বাইকটি লঞ্চ করেছে কোম্পানি। এই বাইকটির নাম দেওয়া হয়েছে SHOTGUN 650 MOTOVERSE EDITION। এখনো পর্যন্ত এই বাইকের মাত্র ২৫টা ইউনিট তৈরি হলেও, পরবর্তীতে এই বাইকটি নতুন আকারে আত্মপ্রকাশ করতে পারে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যেই আমেরিকার লস অ্যাঞ্জেলাসে SHOTGUN 650 নতুনভাবে আত্মপ্রকাশ করেছে। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী বছরে ভারতের বাজারেও আসতে চলেছে এই নতুন বাইক।

Advertisement
Advertisement

এই নতুন বাইকে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু আধুনিক ফিচার। এই বাইকে আপনাদের জন্য রয়েছে সামনে ১৮ ইঞ্চি ও পিছনে ১৭ ইঞ্চি অ্যালয়ে হুইল। এই বাইকের কার্ব ওয়েট ২৪০ কিলোগ্রাম এবং ফুয়েল ট্যাংকের ক্যাপাসিটি ১৩.৮ লিটার। এই বাইকে আপনারা পেয়ে যাবেন সামনের দিকে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং টুইন টিউব ফাইভ স্টেপ রিয়ার শক অ্যাবসার্বার। ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেমসহ সামনের দিকে ৩২০ মিলিমিটার এবং পিছনের দিকে ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক রয়েছে। এর মধ্যে রয়েছে এলইডি হেড ল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জিং পোর্ট।

Advertisement

আপনাদের জানিয়ে রাখি এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন ৬৪৮ সিসি প্যারালাল টুইন ইঞ্জিন। এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে এয়ারকুল টেকনোলজি। এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৪৭ হর্স পাওয়ার ক্ষমতা তৈরি করতে পারে। অন্যদিকে এই ইঞ্জিনের টর্ক ক্যাপাসিটি সর্বোচ্চ ৫৩ নিউটন মিটার। এই ইঞ্জিনকে সংগত দিতে ছয় গতির গিয়ার বক্স রয়েছে। গিয়ার বক্সের সাথেই রয়েছে স্লিপ এবং অ্যাসিস্ট ক্লাচ। ভারতের বাজারে ৩.৮ লক্ষ টাকার মতো দাম হতে পারে এই বাইকের। এই বাইকে আপনারা চারটি ভিন্ন রঙের বিকল্প পেয়ে যাবেন – স্টেনসিল হোয়াইট, গ্রিন ড্রিল, শিটমেটাল গ্রে, এবং প্লাজমা ব্লু। এই বাইকে পিলিয়ন সিট এক্সেসরি আপনি ব্যবহার করতে পারবেন, যেরকম অন্যান্য রয়েল এনফিল্ড বাইকে ব্যবহার করা যায়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button