টেক বার্তা

Royal Enfield এর নতুন 650 সিসি সুপারবাইক এল মার্কেটে, শত্রুঘ্ন সিনহার সঙ্গে রয়েছে বিশেষ সম্পর্ক

এই বাইকটিকে একেবারেই একটি নতুন ডিজাইনে লঞ্চ করা হয়েছে

Advertisement
Advertisement

রয়েল এনফিল্ড হলো দেশের সবথেকে জনপ্রিয় টু হুইলার উৎপাদনকারী সংস্থা গুলির মধ্যে একটি। এই সংস্থাটি বাজারে বহু মোটরসাইকেল নিয়ে আসে যেগুলি ভারতের বাজারে অত্যন্ত জনপ্রিয়। বাজারে তাদের নতুন ৬৪৮ সিসি বাইক শটগান ৬৫০ লঞ্চ করে দিয়েছে এই কোম্পানিটি। আর সবথেকে বড় কথা হলো এই নতুন মোটরসাইকেলের সঙ্গে বলিউড অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার একটা বিশেষ সম্পর্ক রয়েছে। বিহারী বাবু নামে বিখ্যাত শত্রুঘ্ন সিনহা বলিউডে শট গান নামেও বেশ জনপ্রিয়। এর কারণ মূলত তার কয়েকটি জনপ্রিয় রোল। আর এবারে সেই জনপ্রিয় নামেই রয়েল এনফিল্ড কোম্পানিটি ৬৫০ সিসি প্লাটফর্মে এই নতুন বাইকটি লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পোর্টফোলিওতে এই মুহূর্তে রয়েছে ৬৫০cc সেগমেন্টে আরো অনেকগুলি বাইক। এর মধ্যে রয়েছে ইন্টারসেপ্টর ৬৫০, কন্টিনেন্টাল জিটি ৬৫০, সুপার মিটিওর ৬৫০ এর মত বেশ কিছু বাইক। এই ৬৫০ সিসি মার্কেটে এটি হলো রয়েল এনফিল্ড এর চতুর্থ বাইক। চলুন তাহলে এটার ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

রয়েল এনফিল্ড কোম্পানির এই নতুন বাইকটি ডিজাইন করা হয়েছে একেবারে নতুন ডিজাইনে। এই বাইকে দেওয়া হয়েছে একটি হেডল্যাম কাউল, এছাড়াও রয়েছে একটি নতুন ধরনের ফুয়েল ট্যাঙ্ক। এই বাইকে নতুন রিয়ার সেট ফুট পেগ, বিশেষ ধরনের টায়ার এবং হ্যান্ডেল বার, ইঞ্জিন কেসিং করার জন্য গ্লস ফিনিশ, বার এন্ড মিরর এবং রিমুভএবল পিলার সিট রয়েছে। এই বাইকের ফ্রেন্ড্ডারে নতুন ডিজাইন আপনি পাচ্ছেন।

Advertisement

শক্তি এবং কর্ম ক্ষমতার দিক থেকে দেখতে গেলে এই বাইকটি ভারতের অন্যান্য বাইকের তুলনায় অনেকটা বেশি ভালো। এই বাইকে একটি প্যারালাল টুইন ৬৪৮ cc ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই বাইকে ব্যবহার করা ইঞ্জিনটি ৪৭ হর্স পাওয়ার শক্তি এবং ৫২.৩ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। সামনের চাকায় একটি ৩২০ মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পিছনের চাকায় একটি ৩০০ মিলিমিটার ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। একই সময়ে সামনের দিকে দেওয়া হয়েছে আপসাইড ডাউন ফর্ক সাসপেনশন। এছাড়াও ডুয়াল সব সাসপেনশন এই বাইকে আপনি পাচ্ছেন।

Advertisement
Advertisement

এই বাইকে অয়েল কুল প্যারালাল টুইন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা এই ব্র্যান্ডের অন্যান্য ৬৫০ সিসি মোটরসাইকেলকে শক্তি প্রদান করে থাকে। একটি ৬ স্পিড গিয়ার বক্সের সাথে যুক্ত এই ইঞ্জিনটি। প্রতি লিটারে ২২ কিলোমিটার মাইলেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকে এই ইঞ্জিন। এই বাইকের অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলতে গেলে, এই বাইকে আপনারা পেয়ে যাবেন এলইডি হেডলাইট, ট্রিপার নেভিগেশন, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এবং আরো অনেক নতুন নতুন ফিচার। এই বাইকটি আপনারা চারটি রংয়ের বিকল্পে পেয়ে যাবেন। এর মধ্যে রয়েছে স্টেনসিল হোয়াইট, প্লাজমা ব্লু, ড্রিল গ্রীন এবং শিটমেটাল গ্রে। এই বাইকে আপনি ১৩.৮ লিটারের একটি ফুয়েল ট্যাংক পাবেন। ভারতের বাজারে অন্যান্য ৬৫০ সিসি বাইকের তুলনায় এই বাইকের দাম কিছুটা হলেও কম। এই বাইকটি আপনারা পেয়ে যাবেন ৩ লক্ষ ৫৯ হাজার ৪৩০ টাকা এক্স শোরুম মূল্যে।

Advertisement

Related Articles

Back to top button