টেক বার্তা

Royal Enfield-এর এই ধাসু বাইক পাওয়া যাচ্ছে মাত্র ১২,৫৭৫ টাকায়, লুফে নিচ্ছেন যুবকরা

ক্রুজার বাইকের রাজা Royal Enfield সম্প্রতি ভারত তথা বিশ্ব বাজারে Royal Enfield Continental GT 650 লঞ্চ করেছে।

Advertisement
Advertisement

যদি ভারতের বাজারে এই মুহূর্তে সেরা ক্রুজার বাইকের কথা বলি, তবে প্রথমেই যে নামটি সবার আগে মনে পড়বে সেটি অবশ্যই Royal Enfield। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতীয় বাজারে বাইক বিপ্লবের শুরু থেকে Royal Enfield গ্রাহকদের ক্রুজার বাইকের চাহিদা পূরণ করে আসছে। বর্তমানে ভারতীয় এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানির একাধিক মডেলের গাড়ি ভারত সহ বিশ্ব বাজারে বিক্রি হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, Royal Enfield বিগত কয়েক বছরে তরুণদের চাহিদার কথা মাথায় রেখে একাধিক ক্রুজার বাইক লঞ্চ করেছে।

Advertisement
Advertisement

ক্রুজার বাইকের রাজা Royal Enfield সম্প্রতি ভারত তথা বিশ্ব বাজারে Royal Enfield Continental GT 650 লঞ্চ করেছে। বাইকটি লঞ্চ হওয়ার পর থেকে রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে গ্রাহকদের কাছে। আপনারা জানলে অবাক হবেন যে, Royal Enfield Continental GT 650 অন্যতম সেরা বাইক, যেটির সবচেয়ে বেশি ইউনিট বিক্রি করেছে জনপ্রিয় এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। চলুন আজ এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Royal Enfield Continental GT 650 গাড়িটির দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisement

আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি Royal Enfield Continental GT বাইকটিতে 648cc-র শক্তিশালী ইঞ্জিন রয়েছে। যা 7,250rpm-এ 47 bhp শক্তি এবং 5,250rpm-এ 52 Nm টর্ক উৎপাদন করে। যা 4 টি ভেরিয়েন্ট আর 7 টি কালার অপশনে উপলব্ধ রয়েছে ভারতের বাজারে। গাড়িটির মাইলেজ সম্পর্কে যদি বলি, সেক্ষেত্রে কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে গাড়িটি প্রতি লিটার তেলে 25 কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম।

Advertisement
Advertisement

211 কেজি ওজনের এই বাইকটি সর্বোচ্চ 169 কিলোমিটার বেগে ছুটতে পারে বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে। যদি বাইকটির অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে USB চার্জিং সাপোর্ট, LED ল্যাম্প, ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার, সিঙ্গেল চ্যানেল ABS, ডিস্ক ব্রেক রয়েছে। যদি দুর্দান্ত এই বাইকের দামের কথা বলি, তবে বাইকটি কিনতে 3 লাখ 66 হাজার 555 টাকা থেকে 3 লাখ 94 হাজার 880 টাকা পর্যন্ত খরচ করতে হবে গ্রাহকদের। তবে যদি এক সাথে 4 লাখ টাকা খরচ করতে না পারেন, তবে 18,328 টাকা ডাউন পেমেন্টের সাথে 10 শতাংশ সুদে প্রতি মাসে 12,575 টাকা EMI দিয়ে ক্রয় করতে পারবেন বাইকটি।

Advertisement

Related Articles

Back to top button