টেক বার্তা

Royal Enfield Classic 650 বাজারে আলোড়ন সৃষ্টি করবে, লঞ্চের আগে দাম ফাঁস

Royal Enfield কোম্পানিটি এখন ভারতের বাজারে দারুন দারুণ কিছু বাইক নিয়ে আসতে চলেছে

Advertisement
Advertisement

ভারতের সবথেকে জনপ্রিয় মোটরসাইকেল কোম্পানিগুলির মধ্যে একটি হলো রয়েল এনফিল্ড। ভারতের যুব সমাজের কাছে রয়েল এনফিল্ড একটা আকর্ষণের জায়গা। তাদের বাইকের দুর্দান্ত ডিজাইন এবং লুক সবকিছু মিলিয়ে রয়েল এনফিল্ড এখন ভারতের বাজারে একটা অনন্য নাম। আপনিও যদি এই মুহূর্তে রয়েল এনফিল্ড কোম্পানির একটি নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন খবর। রয়েল এনফিল্ড কোম্পানিটি ভারতে একটি নতুন বাইক নিয়ে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এই বাইকটির নাম দেওয়া হয়েছে রয়েল এনফিল্ড Classic 650। ৬৫০ সিসি সেগ্মেন্টে এই মুহূর্তে Royal Enfield Continental GT 650, Interceptor 650, Super Meteor 650 বাইকগুলি রয়েছে। অন্যদিকে এই একই সেগমেন্টে লঞ্চ হতে চলেছে আরো একটি বাইক Shotgun 650। এটি ছাড়াও এবার আসছে ক্লাসিক ৬৫০। চলুন তাহলে এই নতুন বাইকের ব্যাপারে কিছু বিষয়বস্তু জেনে নেওয়া যাক।

Advertisement
Advertisement

মোটরসাইকেলটির ডিজাইন হবে এরকম কিছু

Advertisement

আমরা যদি ডিজাইনের কথা বলি, আসন্ন Royal Enfield Classic 650 রেট্রো থিমের উপর ভিত্তি করে তৈরি একটি মোটরসাইকেল হতে পারে। বিভিন্ন দিক থেকে, আসন্ন বাইকের ডিজাইনটি Classic 350 এর মতই। এছাড়াও এই মোটরসাইকেলে সিলভার কেসিং সহ একটি গোল এলইডি হেডল্যাম্প, পাইলট ল্যাম্প এবং সিঙ্গেল পিস সিট দেখা যাবে।

Advertisement
Advertisement

মোটরসাইকেলটিতে একটি শক্তিশালী ইঞ্জিন থাকবে

অন্যদিকে, আমরা যদি আসন্ন Royal Enfield Classic 650-এর পাওয়ারট্রেনের কথা বলি, তাহলে এতে ৬৪৮cc প্যারালাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হতে পারে। যা সর্বোচ্চ ৪৭bhp শক্তি এবং ৫২Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম হবে। মোটরসাইকেলের ইঞ্জিনটি ৬-স্পিড ট্রান্সমিশনের সাথে যুক্ত হবে।

মোটরসাইকেলের দাম এত হতে পারে

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আসন্ন Royal Enfield Classic 650 ২০২৫ সালের প্রথম দিকে বিক্রির জন্য উপলব্ধ হতে পারে। আসন্ন মোটরসাইকেলের এক্স-শোরুম মূল্য হতে পারে ৩.২ লাখ টাকা।

Advertisement

Related Articles

Back to top button